স্ক্যানের জন্য হাসপাতালে সাকিব
সাকিব আল হাসান/ছবি: সংগৃহীত
২৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলার সময় কুঁচকিতে চোট পান সাকিব আল হাসান। একই জায়গায় আবার ব্যথা পান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে। দিনের খেলা শেষ হওয়ার ১২ ওভার আগেই মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফেরেননি তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে সাকিবকে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং নামে উইন্ডিজ। সেই ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের তৃতীয় ওভার বল করতে আসেন সাকিব। ওভারের দ্বিতীয় বলটি মিড অনে ঠেলে দেন ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট। সেটি পা দিয়ে আটকাতে গিয়ে পূর্বের চোটের জায়গায় আবার ব্যথা অনুভব করেন সাকিব। এরপর অবশ্য মাঠেই ছিলেন তিনি।
বিজ্ঞাপন
তবে ইনিংসে ১৭তম ওভারের পর মাঠ থেকে বের হয়ে যান সাকিব। এরপর আরও ১২ ওভার খেলা চললেও মাঠে ফেরেননি তিনি। পরে দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব। রাতটা পর্যবেক্ষণে থাকবেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত।
রাত শেষ হয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় মাঠে নেমেছে দল। তবে ফিল্ডিংয়ে নামেননি সাকিব। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সাকিবের একটু ব্যথা আছে। আজ (শুক্রবার) ওকে স্ক্যানের জন্য নেওয়া হয়েছে। ফলাফল হাতে এলে চোটের মাত্রা সম্পর্কে জানা যাবে। এরপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’
বিজ্ঞাপন
টিআইএস/এনইউ/এটি