ছবি : ইএসপিএন ক্রিকইনফো

৯৮, ৯৯, ১০০ কোনো সংখ্যার হিসাব কষা হচ্ছে না। জো রুটের খেলা শেষ তিন টেস্টের সিরিয়াল করলে হবে এমন। যার সবগুলোতেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। শতকের হ্যাটট্রিক করে করেছেন রেকর্ডও। মাত্র দশম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে পেয়েছেন সেঞ্চুরির দেখা, ৯৮,৯৯ ,১০০তম টেস্টে সেঞ্চুরি করেছেন হয়েছেন প্রথম। 

শুক্রবার চেন্নাইয়ে ভারতের বিপক্ষে শুরু হওয়া টেস্টে রুটের রেকর্ডে বড় সংগ্রহের পথে আছে ইংল্যান্ডে। প্রথম দিনশেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬৩ রান। সাত উইকেট হাতে রেখে দ্বিতীয় দিনে মাঠে নামবেন জো রুটরা। 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। দলীয় ৬৩ রানে রীতিমতো আত্মহুতি দিয়ে সাজঘরে ফেরত যান রুরি বার্নস। রবীচন্দ্রন অশ্বিনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন পান্তের হাতে ক্যাচ তুলে দিয়ে। ২ চারে ৬০ বল থেকে ৩৩ রান করেন তিনি। এরপর ব্যাটিংয়ে আসা ডন লরেন্স আউট হন শূন্য রানে। 

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন রুট। কয়েকদিন আগেও যাকে নিয়ে শঙ্কা ছিল অনেক। আদৌ এখন ‘ফেভ ফোর’-এ থাকার মতো পারফর্ম করছেন কিনা এমন গুঞ্জন ছিল চারপাশে। রুট তার জবাব দিতে শুরু করেছিলেন শ্রীলঙ্কা সফরেই। ভারতের বিপক্ষে সেটা যেন পুরোপুরি দিলেন তিনি। 

ডম সিবলিকে নিয়ে গড়লেন ২০০ রানের জুটি। করলেন নিজের টেস্ট ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। দিনশেষে অপরাজিত থাকলেন ১৪ চার ও ১ ছক্কায় ১৯৭ বলে ১২৮ রান করে। 

দিনের একেবারে শেষ বলে সাজঘরে ফেরেন রুটকে সঙ্গ দেওয়া সিবলি। ১২ চারে ২৮৬ বলে ৮৭ রান করে বুমরাহর শিকার হন তিনি। 

এমএইচ/এটি