ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর সঙ্গে ড্র করার পর আর চেনা ছন্দে দেখা যাচ্ছে না ঢাকা মোহামেডানকে। সর্বশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-৪ গোলে হেরেছিল তারা। শুক্রবার দুর্বল প্রতিপক্ষ উত্তর বারিধারার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঐতিহ্যবাহী দলটি।
 
এই ড্রয়ে মোহামেডান ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আট নম্বরে আর বারিধারা এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে। উত্তর বারিধারার এটি নিজেদের দ্বিতীয় হোম ম্যাচ। দুটিতেই ড্র করে দুই পয়েন্ট নিয়েছে বারিধারা। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল। এবার মোহামেডানকে ১-১ গোলে রুখে দিল তারা।
 
টঙ্গীতে এই প্রথম খেলেছে ঐতিহ্যবাহী মোহামডোন স্পোর্টিং ক্লাব। ম্যাচের দুইটি গোলই প্রথমার্ধে। দু’টি গোলই করেছেন দু’দলের বিদেশি ফুটবলার। আরও কাকতালীয় ব্যাপার হচ্ছে, দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। ১৮ মিনিটে কসনেভ পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন। সফরকারী মোহামেডান প্রথমার্ধেই ম্যাচে সমতা আনেন।

মোহামেডানের ফরোয়ার্ড সলোমন দিয়াবাতে পেনাল্টি থেকে স্কোরলাইন ১-১ করেন। এই গোলের সুবাদে দিয়াবাতে যুগ্মভাবে শীর্ষ গোলদাতার তালিকায় চলে আসেন। কিংসের রবসন ও শেখ জামালের ওমর জোবের সঙ্গে তার গোল সংখ্যাও এখন পাঁচ। 

দু’টি পেনাল্টি বাঁশি বাজানো ছাড়াও রেফারি চারটি হলুদ কার্ড দেখিয়েছেন এই ম্যাচে। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

মোহামেডানের পরবর্তী ম্যাচ ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের বিপক্ষে আর বারিধারার পরের ম্যাচ ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। 

এজেড/এমএইচ/এটি