নতুন করে ইনজুরিতে সাকিব
ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। এরপর চট্টগ্রামে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আবার ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। শুরুতে ধারণা করা হয়েছিল, আগের জায়গায় নতুন করে ব্যথা পেয়েছেন টাইগার অলরাউন্ডার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পুরানো নয়, নতুন করে ইনজুরিতে পড়েছেন সাকিব।
বৃহস্পতিবার উইন্ডিজের ইনিংসে নিজের তৃতীয় ওভার বল করতে আসেন সাকিব। ওভারের দ্বিতীয় বলটি মিড অনে ঠেলে দেন ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট। সেটি পা দিয়ে আটকাতে গিয়ে পূর্বের চোটের জায়গায় আবার ব্যথা অনুভব করেন সাকিব। এরপর অবশ্য মাঠেই ছিলেন তিনি।নতবে ইনিংসে ১৭তম ওভারের পর মাঠ থেকে বের হয়ে যান সাকিব। এরপর আরও ১২ ওভার খেলা চললেও মাঠে ফেরেননি তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছেন, প্রথম টেস্টের আগে কুঁচকির চোট থেকে সেরে উঠেছিলেন সাকিব। এজন্য তাকে একাদশে রাখা হয়েছে। ব্যাট করতে নেমে অস্বস্তি ছিল না তার। তবে ফিল্ডিং করতে নেমে গত বৃহস্পতিবার আবার আঘাত পেয়ে মাঠ ছাড়েন সাকিব। তবে সেটি তার পূর্বের পাওয়া কুঁচকির চোট নয়। এবার বাম পায়ের ঊরুতে টান লেগেছে টাইগার অলরাউন্ডারের।
এজন্য অস্বস্তি নিয়ে ম্যাচের দ্বিতীয় দিন মাঠ ছাড়েন সাকিব। রাতটা পর্যবেক্ষণে ছিলেন। সকালে চোটের জায়গায় পরীক্ষা করা হয়েছে। তবে ফল এখানো হাতে আসেনি। টাইগার বোর্ড থেকে জানানো হয়েছে, পর্যবেক্ষণে রেখে সাকিবের চিকিৎসা চালিয়ে যাবে বোর্ড। তবে প্রথম টেস্টে তার ফেরা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি বিসিবি।
বিজ্ঞাপন
টিআইএস/এনইউ/এটি