সাকিব ছাড়াও আত্মবিশ্বাসী তাইজুল
ছবি : বিসিবি/রতন গোমেজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোটে পেয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। সেই ইনজুরি থেকে ভালো হয়ে আবার মাঠে ফিরেছিলেন তিনি। তবে চলমান চট্টগ্রাম টেস্টে নতুন করে চোট পেয়েছেন সাকিব। এবার ঊরুর ব্যথায় ফিরতে পারছেন না টাইগার অলরাউন্ডার। এই টেস্টে আর পাওয়া যাবে না তাকে। তবে সাকিব না থাকলেও ভাবনার কারণ দেখছেন না স্পিনার তাইজুল ইসলাম।
চট্টগ্রাম টেস্টে উইন্ডিজের বিপক্ষে চার স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ। দুজন অফ স্পিনার, দুজন বাঁহাতি অর্থডক্স। তাদের মধ্যে চোট নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব। তিনি না ফেরায় প্রথম ইনিংসে বাড়তি দায়িত্ব নিতে হয়েছে তাইজুলকে। কারণ দুজনই বাঁহাতি অর্থডক্স বোলার। তবে বাড়তি দায়িত্ব নিয়েও খুব বেশি কিছু করতে পারেননি তাইজুল। ৮৪ রান খরচ করে নিয়েছেন দুই উইকেট।
বিজ্ঞাপন
সাকিবের দায়িত্বটা যে ঠিকঠাক পালন করতে পারেননি সেটি তাইজুল নিজেও মানছেন। তৃতীয় দিনের খেলা শেষে এক ভিডিও বার্তায় তাইজুল বলেন, ‘হয়তো আমার যতটা দায়িত্ব পালন করা উচিত ছিল, ততটা পারিনি। তবে দ্বিতীয় সেশন আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। ঐ সময়টায় কামব্যাক করতে পেরেছি।’
তাইজুল নিজে না পারলেও বাকি দুই স্পিনার সফল ছিলেন। এজন্যই আত্মবিশ্বাসী তাইজুল। এজন্য পরের ইনিংস সাকিবকে ছাড়া নিজেকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী এই প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আত্মবিশ্বাসী অবশ্যই। আল্লাহর রহমতে আত্মবিশ্বাস আছে জিতব। তারপরও ক্রিকেটে কিছু বলা যায় না। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কামব্যাক করেছি। আশা করি কাল বা পরশু ভালো কিছু হবে।’
বিজ্ঞাপন
চট্টগ্রাম টেস্টে ম্যাচের বয়স বাড়ার সঙ্গে উইকেটে চরিত্র বদলে যাচ্ছে। তৃতীয় দিনে তো রাজত্ব দেখিয়েছেন স্পিনাররা। দিনের শুরুর বলেই ক্রুমাহ বোনারকে ফিরিয়ে ভালো দিনের আভাস দেন তাইজুল। তবে মাঝে ছন্দ হারিয়েছিলেন টাইগার স্পিনাররা। আলগা বলে উইকেটে থিতু হওয়ায় সুযোগ দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। তবে এটিকে খুব বেশি সমস্যা মানতে নারাজ এই বাঁহাতি স্পিনার। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামায় এমনটা হতে পারে বলে মনে করছেন তিনি।
তাইজুল বলেন, ‘অবশ্যই বলা যায় এটা স্পিনবান্ধব উইকেট। কিন্তু সকালে শুরুটা ভালো হলেও আমরা স্পিনাররা কেউ ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। আমি মনে করি প্রথম সেশনটা স্পিনারদের জন্য খারাপই গেছে। আরও ভালো জায়গায় বল করলে এর থেকে ভালো ফল আসতে পারত। হয়তো অনেকদিন পর টেস্টে ফিরেছি বলে। অভ্যস্ততার একটা ব্যাপার আছে। দীর্ঘ এক বছর পর এসে একটু এদিক-সেদিক হতে পারে।’
টিআইএস/এমএইচ