কাইল মেয়ার্সের অপরাজিত ২১০এর কাছেই হেরেছে বাংলাদেশ/ছবি: বিসিবি

চট্টগ্রাম টেস্ট শেষ দিনে সব রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছে। যেদিন বাংলাদেশের চাই সাত উইকেট আর সফরকারী উইন্ডিজের প্রয়োজন ২৮৫ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান এ টেস্টের লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট

মেয়ার্সই বাংলাদেশের হন্তারক

তাইজুল ইসলাম তৃতীয় দিন শেষে বলেছিলেন আড়াইশোর লিডই যথেষ্ট হবে। সেটা মিথ্যে প্রমাণ করার দায়িত্বটা যেন নিজ কাঁধে তুলে নেন কাইল মেয়ার্স। তার অজস্র রেকর্ডভাঙা ডাবলে ভর করে অবশেষে তিন উইকেটের জয়।

উইন্ডিজ ৩৯৫-৭

শেষে জোড়া আঘাত বাংলাদেশের

দলের চাই পাঁচ উইকেট, উইন্ডিজের তিন রান। এ অসময়ে দুই উইকেট বাংলাদেশের। সিলভাকে তাইজুল আর কেমার রোচকে ফেরালেন মিরাজ। তবে ম্যাচটা এতোক্ষণে গেছে হাত ফসকে।

উইন্ডিজ ৩৯৪-৭

উইন্ডিজের চাই আর ৪৮

তাইজুল আর নাইমের জোড়া আঘাতে ক্ষণিকের জন্য আশা ফিরে এসেছিল বাংলাদেশ-শিবিরে। তবে জশুয়া দা সিলভা আর মেয়ার্স আবারও হারের শঙ্কায় ফেলে দিয়েছেন স্বাগতিকদের। জিততে সফরকারীদের চাই আর ৪৮ রান।

উইন্ডিজ ৩৪৭-৫

নাইম ফেরালেন ব্ল্যাকউডকে

নাইমের টসড আপ ডেলিভারিটাকে জার্মেইন ব্ল্যাকউড উইকেট ছেড়ে বেরিয়ে এসে চার্জ করতে চেয়েছিলেন মিড উইকেটের উপর দিয়ে। ব্যাটে বলে হয়নি, বল গিয়ে আঘাত হানলো স্ট্যাম্পে। ব্যক্তিগত নয় রানে ফিরলেন ব্ল্যাকউড।

উইন্ডিজ ২৯২-৫

অবশেষে তাইজুলের হানা

প্রথম দুই সেশন গেল নিষ্ফলা। সকালের অস্বস্তিটা মধ্যাহ্ন বিরতির আগে হলো চাপ, চা বিরতির আগে রীতিমতো শঙ্কা হয়েই দেখা দিয়েছিল বাংলাদেশ শিবিরে। তবে এনক্রুমাহ বোনারকে ফিরিয়ে সে শঙ্কা কিছুটা হলেও কমিয়েছেন তাইজুল ইসলাম। তার হঠাৎ নিচু হওয়া বল সরাসরি আঘাত হানে বোনারের প্যাডে, এলবিডব্লিউ হন অভিষিক্ত এই ক্যারিবিয়ান।

উইন্ডিজ ২৭৫-৪

শেষ বিকেলে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম টেস্ট

কোন পথে চট্টগ্রাম টেস্ট? শেষদিনের চা বিরতি পর্যন্ত এ যেন এক বিরাট ধাঁধা। পঞ্চম দিনে এক উইকেটও তুলতে পারেনি বাংলাদেশ। শেষ সেশনে জয়ের জন্য উইন্ডিজদের প্রয়োজন ১২৯ রান। বাংলাদেশের দরকার সাত উইকেট। ১১৭ রানে মায়ার্স ও ক্রুমার অপরাজিত আছেন ৯৭ রানে।

স্কোর- উইন্ডিজ ২৬৬/৩

মেয়ার্সের ১০০

মুস্তাফিজের অন দ্য রাইজ বলটা ব্যাটের কোনা ছুঁয়ে লাফিয়ে উঠল একটু। তবে তাতে ক্ষতি নেই, বল গিয়ে পড়েছে নো ম্যান্স ল্যান্ডে, পেরিয়েছে সীমানাও। অভিষেকেই শতকের দেখা পেয়ে যান ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মেয়ার্স। জয়ের জন্য ন্যুনতম ৪৬ ওভারে সফরকারীদের চাই ১৬৮ রান, বাংলাদেশের ৭ উইকেট।

উইন্ডিজ ২২৬-৩

প্রথম সেশনে মিলল কেবল হতাশা

আগের দিন দ্রুতই তিন উইকেট তুলে নেয়া গিয়েছিল। তবে পঞ্চম দিনের প্রথম সেশনে চতুর্থ উইকেটের অপেক্ষা শেষ হয়নি বাংলাদেশের। বোনার আর মেয়ার্সের জুটি প্রথম সেশনে তুলে নিয়েছেন ৮৭ রান। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটি জয়ের আশা দেখাচ্ছে উইন্ডিজকে। বাংলাদেশের জয়ের সম্ভাবনাকে দিচ্ছে শঙ্কার চাদরে মুড়িয়ে।

ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৯৭। জিততে রোববার শেষদিনে সফরকারীদের ৫৯ ওভারে চাই ১৯৮ রান। বাংলাদেশের ৭ উইকেট।  রোমাঞ্চের আভাস সিরিজের প্রথম টেস্টে।

উইন্ডিজ ১৯৭-৩

১০০ ছাড়াল বোনার-মেয়ার্সের জুটি

চতুর্থ দিনের শেষদিকে ৫৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল উইন্ডিজ। সে ধাক্কা সামলাচ্ছেন এনক্রুমাহ বোনার ও কাইল মেয়ার্স। তাদের জুটির সংগ্রহ ১০০ ছুঁয়েছে, এখন ত্রাস ছড়াচ্ছে বাংলাদেশ শিবিরেও।

উইন্ডিজ ১৬০-৩

শুরুতেই উইন্ডিজের আক্রমণ

শেষ দিনে চাই ২৮৫ রান। আস্কিং রেটটা আছে তিনের একটু উপরে। তবে উইন্ডিজ শুরুর দুই ওভারে আট রান তুলে যেন জয়ের অভিপ্রায়টাই জানিয়ে রাখলো!

উইন্ডিজ ১১৮-৩

 এনইউ/এটি