বাংলাদেশ-উইন্ডিজ টেস্টে মসেলের জন্য শোক
দিনের খেলা শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে শোকজ্ঞাপন/ছবি: ঢাকা পোস্ট
চলমান চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে রোববার মাঠে নামে দুই দল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন বল মাঠে গড়ানোর আগে দুই দলই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক মিনিটের নিরবতা পালন করে। মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ক্যারিবীয় সাবেক ক্রিকেটার এরজা মসেলের নাম। গত ৬ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ছেড়েছেন তিনি। তার প্রতি শ্রদ্ধা জানাতেই শোক জ্ঞাপন করা হয় ম্যাচ শুরুর আগে।
৬৩ বছর বয়সী মসেলের উইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারটা বড় ছিল না। ২টি টেস্টের সঙ্গে ওয়ানডে খেলেছেন ৯টি। তবে ডানহাতি এই পেসারের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচের সঙ্গে ৭৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১৩টি আন্তর্জাতিক উইকেট নেওয়া মসেলের ঘরোয়া ক্রিকেটের উইকেট সংখ্যা ৩৮১টি।
বিজ্ঞাপন
গত শনিবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন বারবাডোজে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার। তার মৃত্যুতে শোক জানিয়ে চলমান চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে মাঠে নামার আগে ১ মিনিটের নিরবতা পালন করে দুই দল বাংলাদেশ ও উইন্ডিজ। তাদের সঙ্গে শোক জানিয়েছেন ম্যাচ অফিশিয়ালরাও। এই এক মিনিটের নিরবতা শেষে যথারীতি শুরু হয় শেষ দিনের খেলা।
এদিকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ইস্যুতে বেশ সরব ক্যারিবীয় ক্রিকেট দল। বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই হাঁটু গেড়ে বর্ণবৈষম্যের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছে তারা। গত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টের আগেও দেখা গেছে একই চিত্র। লাল বলের লড়াই মাঠে গড়ানোর আগে সফরকারীদের প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গোটা বাংলাদেশ দল।
বিজ্ঞাপন
টিআইএস/এনইউ/এটি