ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করেই যাচ্ছে বহির্বিশ্ব। ক্রীড়াজগতেও চাপে পড়েছে দেশটি। বিশ্বকাপ বাছাইতে তাদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পোল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র ও ইংল্যান্ডের মতো দেশ।

এবার ফিফা জানিয়েছে, ‘রাশিয়াকে বহিষ্কারের বিষয়েও ভাবনা আছে তাদের। রোববার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, সহিংসতা কখনোই একটা সমাধান নয়, আর ইউক্রেনে বর্তমানে যা ঘটছে তাতে ক্ষতিগ্রস্ত মানুষদের সহমর্মিতা জানাচ্ছে ফিফা। ’

বর্তমানে উয়েফা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও অন্যান্য ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে ফিফার৷ যেখানে আলোচ্য বিষয় রাশিয়া ইস্যু৷ চলমান আগ্রাসন বন্ধ না হলে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকিও দিয়ে রেখেছে ফিফা।

সংস্থাটি বলছে, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, উয়েফা ও অন্য ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে ফিফা আলাপ চালিয়ে যাচ্ছে। যাতে আরও কী নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা চলবে, সব ধরনের প্রতিযোগিতা থেকে তাদের বহিষ্কার করে দেওয়াটাও থাকবে ভাবনায়, যা নিকট ভবিষ্যতেই আরোপ করা হতে পারে, যদি না শিগগিরই পরিস্থিতি উন্নতির দিকে এগোয়।’

সেটা অবশ্য অনেক পরের বিষয়, ফিফা আপাতত রাশিয়াকে জানিয়ে দিয়েছে, নিজেদের ‘রাশিয়া’ নাম ব্যবহার করতে পারবে না দলটি। সঙ্গে তাদের জাতীয় সংগীত ও পতাকা ব্যবহারেও এসেছে নিষেধাজ্ঞা।

এনইউ/আরএইচ