দুই গোলে এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়তে হয়েছে পিএসজিকে। যেকোনো দলের জন্যই এটা কঠিন। আর পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে কতটা মরিয়া, জানা সবারই। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ এর বড় ব্যবধানে হেরে আপাতত চলতি মৌসুমের জন্য শেষ হয়ে গেছে ওই স্বপ্ন। 

তাদের এই হারের জন্য দায়ী করা হয়েছে গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাকে। করিম বেনজেমার করা প্রথম গোলের বলটা ছিনিয়ে নেওয়া হয়েছিল তার পা থেকেই। এই গোলরক্ষ এবার জানিয়েছেন, গত দুই দিন তার জন্য কত কঠিন ছিল। তবে আরও শক্তিশালীভাবে ফিরে আসার বার্তা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডনারুমা লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়াটা কঠিন আঘাত। শেষ দুই দিন সহজ ছিল না। কিন্তু আমরা এই ধরনের কঠিন মুহূর্ত থেকে আরও শক্তিশালীভাবে ফিরে আসবো।’

‘এখন আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে, লিগ ওয়ান জেতা নিয়ে। নিজের সবকিছু দেওয়া এই জার্সিটার জন্য, সবসময় যেমন দিয়েছি। আমার ভক্ত ও এই ক্লাবের জন্য। আবার একসঙ্গে শুরু করা যাক!’

এদিকে অনুজের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। রিয়ালের বিপক্ষে ডনারুমার ভুলগুলো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস তার। তাকে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন বলেও মনে করেন তিনি।

বুফন বলেন, ‘এই রকম ভুলগুলো তার উপকারে আসবে; এমন ভুল তার বেড়ে ওঠার পথের অংশ। ডনারুমা এরই মধ্যে দেখিয়েছে, ক্যারিয়ারের কঠিন মুহূর্তগুলো কাটিয়ে ওঠার মতো প্রয়োজনীয় সংকল্প তার আছে। সে এতোটাই দৃঢ় যে নিজেকে এসবের দ্বারা প্রভাবিত হতে দেবে না।’

‘ডনারুমা বিশ্বের সেরাদের (গোলরক্ষকের) একজন। থিবো কোর্তোয়া ও মানুয়েল ন্যুয়ারের সঙ্গে শীর্ষ তিনের মধ্যেই থাকবে। আমাকে এটা বলতেই হবে, অন্যথায় আমি পক্ষপাতিত্বের জন্য অভিযুক্ত হব!’

এমএইচ