আগামী ১৫-২৫ মার্চ ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল এখন ভারতের জামশেদপুরে পৌঁছেছে। 

বাংলাদেশ বিমানে সকালে কলকাতা বিমানবন্দর এ পৌঁছায়। সেখান থেকে বাসে করে দীর্ঘ আট ঘণ্টা পথ পাড়ি দিয়ে জামশেদপুরে অবস্থিত হোটেল দি শনেটে পৌঁছায় বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে স্বাগতিক ভারত ছাড়া তৃতীয় দল নেপাল। 

বাফুফের দেয়া তথ্য মতে, বাংলাদেশ দলের সকল খেলোয়াড় ও অফিসিয়াল সবাই সুস্থ আছেন। হোটেলে সবার করোনা পরীক্ষার নমুনা হয়েছে। করোনা নেগেটিভ রিপোর্ট আসলে আগামীকাল থেকে মাঠে অনুশীলন করাবেন কোচ গোলাম রব্বানী ছোটন।  

এজেড/এনইউ