ওবি মনেকে হ্যাটট্রিকের আনন্দ ভাগ করে নিলেন সতীর্থদের সঙ্গে/ছবি: বাফুফে

এক ম্যাচ পরেই জয়ে ফিরল শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাইজেরিয়ান মিডফিল্ডার উগোচুকওয়া ওবি মনেকের হ্যাটট্রিকের সুবাদে আরামবাগকে ৪-০ গোলে হারায় অলব্লুজরা। দলের হয়ে বাকি গোলটি করেন আরেক মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ। এর ফলে পয়েন্ট তালিকার তিনে রইল দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় শেখ রাসেল। ৩২ মিনিটে ওবি মনেকের জোরালো শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে।  দু’মিনিট পর ওবি মনেকের বাড়িয়ে দেয়া বলে দারুণ শট নিয়েছিলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কিন্তু প্রস্তুত ছিলেন না আরামবাগ গোলরক্ষক আপেল মাহমুদ। গোলের চেষ্টায় শেখ রাসেল সফল হয় ম্যাচের ৩৬ মিনিটে। বখতিয়ারের কাছ থেকে বল পেয়ে আরামবাগের জালে বল জড়ান রাসেলের নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মনেকে। 

৩৯ মিনিটে বাঁ পায়ের শক্তি দেখিয়েছেন ওবি মনেকে। প্রায় ২৫ গজ দূর থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন এই নাইজেরিয়ান। ম্যাচে তার দ্বিতীয় গোল। একই সঙ্গে শেখ রাসেলও এগিয়ে যায় ২-০ গোলে। 

তবে ওবি মনেকেকে আটকিয়ে রাখতে পারেনি আরামবাগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচের ৬৮ মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেছেন শেখ রাসেলের মিডফিল্ডার আব্দুল্লাহ। ওবি মনেকেরে বাড়িয়ে দেয়া বলে ভালো জায়গায় থাকলেও বল পাঠিয়ে দেন ক্রসবারের উপর দিয়ে। তবে ৫ মিনিট পর আর সুযোগ নষ্ট করেননি তিনি। আব্দুল্লাহর গোলে ৪-০ গোলে এগিয়ে যায় শেখ রাসেল।

৯০ মিনিটে আবার লক্ষ্যভেদ করেছিলেন আব্দুল্লাহ। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। আরামবাগের বিপক্ষে আরামেই জয় পেল শেখ রাসেল। আর এই জয়ে পয়েন্ট টেবিলে ঢাকা আবাহনীকে টপকে চার থেকে তিনে উঠে এলো তারা। অন্যদিকে টানা ছয় ম্যাচেই হারল আরামবাগ।

ওবি মনেকের কল্যাণে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেল চলতি প্রিমিয়ার লিগ। এর আগে লিগের প্রথম হ্যাটট্রিকম্যান ছিলেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। এ পর্যন্ত লিগে আট গোল করে যিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। 

এজেড/এনইউ