ছবি: বাফুফে

আগের মৌসুমে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এক ম্যাচ খেলেই বসুন্ধরা কিংসের বিপক্ষে জয় তুলে নিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি মৌসুমে তিন ম্যাচ খেললেও জয়টা ছিল অধরা। সেই অধরা জয়টা অবশেষে চতুর্থ ম্যাচে এসে পেয়েছে দলটি। পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে কোচ শেন লীর শিষ্যরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে আকর্ষণীয় ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। অসাধারণ মাঠ, দর্শক সমাগম সব মিলিয়ে এখন পর্যন্ত কুমিল্লা ভেন্যু চলমান লিগে এক নম্বর অবস্থানে। কুমিল্লা ভেন্যুর স্বাগতিক কিংস ও মোহামেডান। কিংস কুমিল্লায় জিতলেও মোহামেডানের আগের তিন ম্যাচের মধ্যে দু’টি হেরেছে ও একটিতে ড্র করেছে। নিজেদের চতুর্থ হোম ম্যাচে এসে জিতল মোহামেডান। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের সপ্তম ম্যাচে মোহামেডান ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। ম্যাচের এক মাত্র জয়সূচক গোলটি করেন মোহামেডানের অধিনায়ক উরু নাগাতা।

শ্রীলংকান কোচ পাকির আলীর অধীনে পুলিশ দল এই ম্যাচেও দারুণ খেলেছে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে হাবিবুর রহমান সোহাগের পাসে অধিনায়ক জাপানি উরু নাগাতা জয় সূচক গোলটি করেন। ম্যাচের বাকি সময় পুলিশ সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। মোহামেডানের বৃটিশ কোচ শেন লী কিছুটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেয়েছে সাদা-কালোরা।

এটি ছিল মোহামেডানের চতুর্থ হোম ম্যাচ। এর আগের তিন ম্যাচের মধ্যে দু’টি হার ও একটি ড্র ছিল। লিগে এটি মোহামেডানের দ্বিতীয় জয়। তাদের প্রথম জয় ছিল আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে। এ জয়ে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে মোহামেডান। অন্য দিকে পুলিশ ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে। 

এজেড/এনইউ