ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের চার দিন চালকের আসনে থেকেও হেরেছে বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়টা রয়ে গেছে অধরা। দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কাজটা কঠিন হয়ে গেছে আরও। তবে সাকিব না থাকায় দায়িত্বটা নিতে হবে স্পিনারদেরই, অভিমত চট্টগ্রামে বাংলাদেশের সেরা পারফর্মার মেহেদি হাসান মিরাজের।

চট্টগ্রামে সাকিব যদি দ্বিতীয় ইনিংসেও থাকতেন তাহলে ফলাফলটা অন্যরকমও হতে পারত, অভিমত মিরাজের। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার সম্প্রতি সংবাদ মাধ্যমে বলেন, ‘লাস্ট ম্যাচে সাকিব ভাই চোট পাওয়াতে আমাদের দলে অনেক বড় একটা প্রভাব পড়েছে। এবং তার বোলিং তো অনেক গুরুত্বপূর্ণ ছিল। হয়তো সাকিব ভাই থাকলে আমরা আরও ভালোভাবে ম্যাচে ফিরতে পারতাম। কারণ তিনি মাঠে থাকলে হয়ত স্পিনারদের বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ইনিফরমেশন দিতেন এবং তিনি নিজেও ভালো বোলিং করতেন।’

সেই সাকিব মিরপুরে থাকবেন না শুরু থেকেই। তার ঘাটতি পুষিয়ে দিতে স্পিনারদেরই এগিয়ে আসতে হবে বলে জানালেন মিরাজ। বললেন, ‘মিরপুর মাঠে খেলা সাকিব ভাই ছাড়া আমরা খেলবো। অবশ্য সাকিব ভাই থাকলে অনেক ভালো হতো, আমাদের ভুলগুলো কম হত এবং আমাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি পেতাম। বাট যেহেতু তিনি নাই, আমি মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে, আমি আছি, তাইজুল ভাই আছে, নাঈম আছে। ভালো জায়গায় বল করে ওদের ব্যাটিংটা কঠিন করে দেয়ার চেষ্টাটা থাকবে আমাদের।’

প্রথম টেস্টের শেষ দিনে কাইল মেয়ার্স-বীরত্বে হেরেছে বাংলাদেশ। তবে মিরাজ জানালেন, সে টেস্টের ইতিবাচক দিকগুলোয় মনোযোগ দিচ্ছে দল। বললেন, ‘তাদের পারফর্ম্যান্স প্রত্যাশা ছাপিয়ে গেছে। আমি মনে করি যে ওদের দিন ছিল, একটা দিন ওরা ভালো ক্রিকেট খেলেছে, এজন্য ওরা জিতেছে। কিন্তু চারটা দিনই কিন্তু আমরা আধিপত্য বিস্তার করেছি, ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্যে ইতিবাচক ব্যাপার। এখানে প্রত্যাশা থাকবে ভালো খেলার। একটা ম্যাচ ইতোমধ্যেই জিতে গেছে তারা। এখানে সিরিজে ফিরতে হলে আমাদের ভালো খেলতেই হবে।’

সমতায় থেকে সিরিজ শেষ করার প্রত্যাশা বাংলাদেশের। মিরপুরে স্বাগতিকদের সে পরীক্ষা শুরু হবে আগামী বৃহস্পতিবার। সিরিজের শেষ টেস্টে সেদিন উইন্ডিজের মুখোমুখি হবে মুমিনুল হকের দল।

এনইউ