ইউরোপা লিগের শেষ ষোলোয় গ্যালাতাসারাইকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে কাতালানরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান দল আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে।

শেষ কয়েক বছরে এক বায়ার্ন মিউনিখই বেশ যন্ত্রণা উপহার দিয়েছে বার্সাকে। তবে বায়ার্ন বাদ দিলে অন্য জার্মান দলগুলোর বিপক্ষে বার্সার পারফর্ম্যান্স নেহায়েত মন্দ নয়। বরুসিয়া মুনশেনগ্লাডবাখ, বরুসিয়া ডর্টমুন্ড, বেয়ার লেভারকুজেনের বিপক্ষে জয় আছে একাধিক।

সে হিসেবে বর্তমানে জার্মান বুন্ডেসলিগার নবম অবস্থানে থাকা ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে লড়াইটা তুলনামূলক সহজই হওয়ার কথা বার্সেলোনার। আগামী ৮ এপ্রিল ইউরোপার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা জার্মানিতে খেলবে বার্সা। নিজেদের মাঠে ফিরতি লড়াইটা কোচ জাভি হার্নান্দেজের দল লড়বে আগামী ১৫ এপ্রিল।

এক নজরে কোয়ার্টার ফাইনালের সব লড়াই
কোয়ার্টার ফাইনাল-১:  রাজেন বলস্পোর্ট লাইপজিগ-আটালান্টা
কোয়ার্টার ফাইনাল-২: আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্ট-বার্সেলোনা
কোয়ার্টার ফাইনাল-৩: ওয়েস্ট হ্যাম-লিওঁ
কোয়ার্টার ফাইনাল-৪: ব্রাগা-রেঞ্জার্স

এনইউ