যেকোনো ফুটবলারের জন্যই লিওনেল মেসির সতীর্থ হতে পারাটা দারুণ কিছু। বেশির ভাগের কাছেই সর্বকালের সেরা ফুটবলার তিনি। কোনো সতীর্থের কাছে সেটা না হলেও অন্তত নিজের পছন্দের সেরা একাদশে জায়গা পান মেসি। কিন্তু বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন হয়ে থাকলেন ব্যতিক্রম।

নিজের সেরা একাদশে তিনি জায়গা দেননি মেসিকে। সম্প্রতি বর্তমান ও সাবেক সতীর্থ ফুটবলারদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন এই জার্মান গোলরক্ষক। বরুশিয়া মনশনগ্লডবেথ, জার্মানি ও বার্সেলোনা ক্যারিয়ারে তিনটি দলের হয়ে খেলেছেন স্টেগান। 

এই তিন দলে অনেক বড় তারকার সঙ্গেই খেলেছেন জার্মান গোলরক্ষক। তাদের নিয়েই স্বপ্নের একাদশ সাজিয়েছিলেন। যেখানে বার্সেলোনার সাতজন ফুটবলার সুযোগ পেলেও পাননি মেসি। ৪-৪-২ ফর্মেশনে নিজের একাদশ সাজিয়েছেন স্টেগান। 

বার্সেলোনার সাত ফুটবলার-জেরার্ড পিকে, জর্দি আলবা, সার্জিও বুস্কেটস, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্রাঙ্কি ডি জং আছেন তার একাদশে। কিন্তু মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর সঙ্গে খেললেও তাদের কাউকেই রাখেননি স্টেগান।

গোলরক্ষক হিসেবে জেনিস ব্লাসউইচ, ডিফেন্ডার হিসেবে আছেন অ্যান্তোনিও রুডিগার আছেন স্টেগানের একাদশে। ২০১৪ বিশ্বকাপে গোল করে জার্মানিকে শিরোপা এনে দেওয়া মারিও গোৎসেও আছেন তার পছন্দের তালিকায়।

মেসিকে না রাখার কোনো কারণ অবশ্য ব্যাখ্যা করেননি স্টেগান। তবে বার্সেলোনায় থাকতে তার সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না মেসির। আর্জেন্টাইন তারকা বার্সা ছাড়ার সময়ে ইনস্টাগ্রামে দেওয়া তার পোস্টেও পাওয়া গিয়েছিল এর প্রমাণ। 
 
স্টেগান তখন লিখেছিলেন, ‘যদিও আমরা অনেক সময় একই রকম মত দিতে পারিনি। কিন্তু আমরা সবসময়ই একই পথে চলেছি। জয় পেয়ে অথবা হেরে গিয়ে মানুষ হিসেবে আরও পরিপক্ক হয়েছি।’

স্টেগানের সতীর্থদের নিয়ে বানানো একাদশ :

ব্লাসউইচ;
আলভেস, পিকে, রুডিগের, আলভা;
বুস্কেটস, জাভি, ইনিয়েস্তা, ডি জং
রিউস, গটজে

এমএইচ