এভারটনের কাছে হেরে তখন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের তখন বিষণ্ন অবস্থা। ম্যাচশেষে বেড়িয়ে যাচ্ছিলেন ড্রেসিং রুমের দিকে। তখনই টানেল ধরে হেঁটে যাচ্ছিলেন রোনালদোরা। এমন সময়ই এক তরুণ ভিডিও করছিলেন তাদের। হঠাৎ করে ওই তরুণের মোবাইল টেনে আঁছাড় মারেন রোনালদো।

এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ চারদিক থেকে সমালোচনার মুখে পড়েন রোনালদো। এবার ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন পর্তুগিজ তারকা। ফেসবুকে পোস্ট করে ওই ভক্তকে ওল্ড ট্রাফোর্ডে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। 

রোনালদো বলেছেন, ‘আমরা যেমন কঠিন সময়ের মুখোমুখি হয়েছি এমন কঠিন মুহূর্তে আবেগ সামলে রাখা কখনোই সহজ কাজ নয়। তবুও, এই সুন্দর খেলাটার প্রতি ভালোবাসা বাড়াতে আমাদের সবসময় সম্মান, ধৈর্য ও উদাহরণ তৈরি করতে হবে তরুণদের জন্য।’

পর্তুগিজ তারকা আরও লিখেছেন, ‘আমি নিজের বিস্ফোরণের জন্য ক্ষমা চাই আর যদি সম্ভব হয় ওই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে আমন্ত্রণ জানাতে চাই স্পোর্টসম্যানশিপ ও ফেয়ার প্লের স্বাক্ষর হিসেবে।’

এই ঘটনাটার নিয়ামক হিসেবে কাজ করেছে ইউনাইটেডের মাঠের পারফর্ম্যান্স। প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে কোচ র‍্যালফ র‍্যাংনিকের দল হেরেছে ১-০ গোলে। যার ফলে দলটির শীর্ষ চারে থাকার সম্ভাবনাও কমে গেছে অনেকটাই। 

সব ধরনের কাপ প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ইতোমধ্যেই। শেষ লিগ জেতার আশাও। বর্তমানে দলটির একমাত্র লক্ষ্য কোনোভাবে যদি পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা নিশ্চিত করা যায়। 

কাল পয়েন্ট টেবিলের শীর্ষ চারে চলে আসার একটা ভালো সুযোগ ছিল রোনালদোদের সামনে। জিতলে চারে থাকা টটেনহ্যামের সঙ্গে পয়েন্টে সমতা ফেরাতে পারতো দলটি।

এমএইচ