চট্টগ্রাম আবাহনীর গোলের উল্লাস। তবে ম্যাচের শেষে এ হাসিটা আর থাকেনি তাদের মুখে/ছবি: বাফুফে

পাকির আলী পুলিশের কোচ হয়ে আসার পর থেকেই পুলিশ দুর্দান্ত খেলছে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-৩ গোলে পুলিশ ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে। ৩-০ গোলে এগিয়ে ছিল কোচ মারুফুল হকের দল। সেই দলকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে দেয়নি পাকির আলীর পুলিশ। 

বাংলাদেশের ফুটবলে পাকির আলী নামটি খুবই জনপ্রিয় ও পরিচিত। আশির দশকে প্রায় দশ বছর ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন এই শ্রীলংকান ডিফেন্ডার। মাঝে ২০১০ সালে শেখ জামাল ধানমন্ডির হয়ে কিছু সময়ের জন্য কোচিং করিয়েছিলেন। চলতি মৌসুমে আবার ঢাকায় এসেছেন বাংলাদেশ পুলিশের কোচ হয়ে। 

তিন গোলে এগিয়েছিল থেকেও জয় পায়নি মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী। বরং পিছিয়ে পড়েও তিন আইভরিকোস্টের ফুটবলারের নৈপুণ্যে বন্দর নগরীর দলটিকে রুখে দিয়েছেন পাকির আলীর শিষ্যরা। প্রথমার্ধে এক চেটিয়া খেলেন মারুফুল হকের শিষ্যরা। ১৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন রোচা ব্রিজোলারার গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী (১-০)। মিনিট আটেক পর ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার রাকিব হোসেন (২-০)। ম্যাচের ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন সেই রাকিবই (৩-০)।

তিন গোল হজম করে যেন জেগে ওঠে পুলিশ। ৫৮ মিনিটে আইভরিকোস্টের মিডফিল্ডার ফ্রেডরিক পোদা এক গোল শোধ দেন (১-৩)। ৭৫ মিনিটে আরেক আইভরিয়ান ডিফেন্ডার ল্যান্সিং তোরে দলকে আরও একটি গোল উপহার দেন (২-৩)। ম্যাচের অন্তিম সময়ে বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার মঞ্জুরুর রহমানের হাতে লাগে বল। রেফারি বিতু রাজ বড়ুয়া পেনাল্টির বাশি দেন। পেনাল্টি থেকে আইভরিকোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামোসা গোল করলে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দল দু’টি। মৌসুমের অন্যতম দুই শক্তিশালী দল কিংস ও ঢাকা আবাহনীর বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিল পুলিশ। দুই দলই কোনো মতো ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল পুলিশের বিপক্ষে। 

এজেড/এনইউ/এটি