‘আমি এবং এমবাপে শতভাগ পিএসজিতেই থাকছি’
এমবাপে আগামী মৌসুমে কোথায় খেলবেন, বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে থাকবেন নাকি পাড়ি জমাবেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে বা অন্য কোথাও?
এই প্রশ্নের উত্তর আপাতত পেন্ডুলামের মতো দুলছে! পিএসজি বলছে, তারা এমবাপেকে রেখে দিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং এই ফরাসি ফরোয়ার্ড ক্লাবে থেকে যাবে বলেই তাদের বিশ্বাস। আবার রিয়াল মাদ্রিদ বলছে, তারা এমবাপেকে নিয়ে নির্ভার। মৌসুম শেষে এমবাপের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেই এমবাপে সোজা মাদ্রিদে চলে আসবেন। এমবাপেকে নিয়ে দুই ক্লাবের এই যখন অবস্থান, তখন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো সরাসরি দাবি করে বসলেন, এমবাপে আগামী মৌসুমে শতভাগ পিএসজিতেই থাকছে।
বিজ্ঞাপন
খোদ পচেত্তিনোরই অবশ্য আগামী মৌসুমে পিএসজিতে থাকা অনিশ্চিত বলে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে ইউরোপীয় সংবাদমাধ্যমে। ঘরোয়া লিগে সাফল্য এনে দিতে পারলেও চ্যাম্পিয়নস লিগে ধারাবাহিক ব্যর্থতার কারণে পিএসজি নাকি খুব দ্রুতই পচেত্তিনোকে বরখাস্ত করতে যাচ্ছে। তবে পচেত্তিনো বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তার নিজের পিএসজিতে থাকা এবং এমবাপের নতুন চুক্তির বিষয়ে সরাসরি বলেছেন, ‘দুটি বিষয়েই আমি শতভাগ নিশ্চিত। আমার আজকে এমনটাই মনে হচ্ছে। অবশ্যই ফুটবলে অনেক কিছুই হতে পারে। তবে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে এটাই আমার জবাব।’
এমবাপের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুনেই শেষ হচ্ছে। পিএসজি এমবাপেকে আরও অন্তত দুই বছর রেখে দিতে চায়, সেই লক্ষ্যে আলোচনাও শুরু হয়েছে বলে জানিয়েছে কিছু ইউরোপীয় সংবাদমাধ্যম। এদিকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ গত কয়েক মৌসুম ধরেই এই ফরাসি তারকাকে দলে ভেড়াতে উদগ্রীব। বেশ কয়েকবার তার জন্য পিএসজিকে লোভনীয় প্রস্তাবও দিয়েছিল স্প্যানিশ ক্লাবটি, তবে তাতে টলেনি ফরাসি চ্যাম্পিয়নরা। আর তাই চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ ফুরালে তাকে ফ্রি এজেন্টে দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ। তবে আপাতত মাদ্রিদের সেই আশায় পানি ঢেলে দিলেন পচেত্তিনো।
বিজ্ঞাপন
এইচএমএ