ইউরো-চ্যাম্পিয়ন্স লিগ সব থেকেই বিতাড়িত রাশিয়া
ইউক্রেন আক্রমণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে এর মূল্যটা চুকাতে হচ্ছে দেশটির ক্রীড়াবিদদের।
কয়েকদিন আগেই টেনিস গ্র্যান্ডস্লাম উইম্বলডন থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ার টেনিস তারকাদের। এবার ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা একগাদা নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ফুটবলকে। দেশটির ক্লাবগুলোকে মহাদেশীয় প্রতিযোগিতাগুলো থেকে নিষিদ্ধ করেছে। যার ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং ইউরোপা কনফারেন্স লিগে কোন রাশিয়ান ক্লাবকে দেখা যাবে না।
বিজ্ঞাপন
— UEFA (@UEFA) May 2, 2022
শুধু ক্লাবগুলোকে নিষিদ্ধ করেই অবশ্য ক্ষান্ত হয়নি উয়েফা, দেশটির নারী ফুটবল দলকে এই বছরের ইউরো থেকেও নিষিদ্ধ করেছে। ৬-৩১ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এবারের নারীদের ইউরো। সেখানে এখন রাশিয়ার জায়গায় খেলবে পর্তুগাল নারী ফুটবল দল।
২০২৮ এবং ২০৩২ সালে পুরুষদের ইউরো আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল রাশিয়া। সে লক্ষ্যে দেওয়া তাদের প্রস্তাবগুলোও বাতিল করে দিয়েছে উয়েফা।
বিজ্ঞাপন
উয়েফার নির্বাহী কমিটি এক বিবৃতি দিয়ে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা বলেছে, সব প্রতিযোগিতাগুলো নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে আয়োজনের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
এইচএমএ