চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। নিজেদের মাঠে প্রথম লেগ জিতে নির্ভার থাকার কথা তাদের। অথচ দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ, নির্ভার থাকা তো দূরের কথা, উল্টো দুশ্চিন্তায় আছেন!

প্রথম লেগে ভিয়ারিয়াল তো এমন কোন অতিমানবীয় খেলা দেখায়নি যে লিভারপুলকে দুশ্চিন্তায় থাকতে হবে। বরং সেই ম্যাচে স্প্যানিশ দলটির খেলা দেখে সাবেক ইংলিশ ফুটবলার জেসন কান্ডি তো তাদের 'চ্যাম্পিয়ন্স লিগের জন্য লজ্জা' বলে কটাক্ষ করেছিলেন। পাঠকের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে ঠিক কি কারণে দ্বিতীয় লেগের আগে ভিয়ারিয়ালকে নিয়ে ভয়ে আছেন ক্লপ? উত্তরটি হচ্ছে দলটির স্প্যানিশ স্ট্রাইকার জেরার্ড মোরেনোর দলে ফেরা।

চোটের কারণ প্রথম লেগে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে খেলা হয়নি। তবে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ঠিকই নিজেদের এই তারকা স্ট্রাইকারকে পাচ্ছে ভিয়ারিয়াল। লিভারপুলের বিপক্ষে দ্বিতীয় লেগে ভিয়ারিয়াল কোচ উনাই এমেরির প্রধান অস্ত্র হতে পারেন তিনি।

আর সেটা জানেন বলেই প্রথম লেগ জেতার পরপরই দ্বিতীয় লেগ নিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন ক্লপ, '(খেলা) এখনো শেষ হয়নি। দ্বিতীয় লেগে মোরেনো ফিরছে। এটা শুধু হাফ টাইম, এর চেয়ে বেশি কিছু না। এখনো কিছুই করা হয়নি। যদি আমাকে জিজ্ঞেস করেন, কতটা কাজ বাকি আছে? আমি বলব, পুরোটা।'

চলতি মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে দারুণ ফর্মে আছে মোরেনো। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১২ গোল করেছেন তিনি।

ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সিরামিকায় বাংলাদেশ রাত সময় ১ টায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে সালাহ-মানেদের লিভারপুল।

এইচএমএ