টাইব্রেকারে জিলানীর দলকে হারালেন রক্সি
রাজধানীতে এখন মহল্লা ভিত্তিক খেলার চর্চা একেবারে কমে গেছে। সত্তর-আশির দশকে আজিমপুর, স্বামীবাগ, ধানমন্ডি, শাহজাহাপনপুর রেলওয়ে কলোনীতে ছিল খেলাধুলার নানা প্রচলন। এই মহল্লার খেলা থেকেই জাতীয় তারকারা উঠে আসতেন।
দেশের অন্যতম সেরা গোলরক্ষক মোঃ মহসীনের খেলোয়াড় হওয়ার শুরুটা রেলওয়ে কলোনী থেকেই। সেই কলোনীর অনেকেই তার দেখাদেখি ফুটবলার হয়েছেন। এদের মধ্যে শীর্ষ পর্যায়ে খেলেছেন আবু ফয়সাল আহমেদ, মাহবুব হোসেন রক্সি ও সৈয়দ গোলাম জিলানী।
বিজ্ঞাপন
পেশাগত ও নানা কাজে এখন সবাই ছোটবেলার শাহজাহানপুরের কলোনী ছেড়ে রাজধানীর নানাপ্রান্তে। এরপরও মন টানে শেকড়ে। সেই টান পূরণের জন্য আজ ছিল রেলওয়ে স্কুলে কলোনীবাসীদের মিলনমেলা। এই মিলনমেলায় সত্তর-আশির দশকে যারা এই এলাকায় ছিলেন এবং এখনও আছেন সবাই এসেছেন।
সকাল থেকে ছিল নানা রকমের অনুষ্ঠান। বিকেলে ছিল কলোনী থেকে বেড়ে উঠা চার জাতীয় ফুটবলার মহসীন, রক্সি, জিলানী ও ফয়সালের নামে একটি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে টাইব্রেকারে রক্সি নিজে গোল করে টিম জিলানীকে পরাজিত করে নিজের টিম রক্সিকে চ্যাম্পিয়ন করেছেন।
বিজ্ঞাপন
সিক্স-এ সাইড এই টুর্নামেন্টে টিম জিলানীতে খেলেছেন বাফুফে সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তারও ছোটবেলা কেটেছে এই কলোনীতে। সংগঠক ও কর্পোরেট কর্মকর্তা হলেও মাঠের খেলার প্রতি বিশেষত ফুটবলের প্রতি দারুণ ভালোবাসা তার। দলে থাকা বিভিন্ন প্রজন্মের ফুটবলারের সাথে পুরো কয়েকটি ম্যাচই খেলেছেন।
পুনর্মিলনীর ছোট্ট একটি অংশ ছিল ফুটবল। উপস্থিত থাকা সবার মুখেই জিলানী, রক্সি,ফয়সালদের পুরনো দিনের খেলার স্মৃতিচারণ। তেমন বড় তারকা না হয়েও মানুষের হৃদয়পটে যেভাবে তারা রয়েছেন সেখানে সালাউদ্দিন-চুন্নু-বাদলদের জনপ্রিয়তা কোন পর্যায়ে ছিল সেটা সহজেই অনুমেয়। সেই জনপ্রিয় ফুটবল কোথায় ছিল আর এখন!
এজেড/এনইউ