আগের ম্যাচে গাম্বিয়ান নুহা মারংয়ের একমাত্র গোলে জিতেছিল বসুন্ধরা কিংস। সেই জয়সূচক গোলদাতাকে বাদ দিয়ে আজ শনিবার একাদশ করেছেন কোচ অস্কার ব্রুজন। নুহার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাইজেরিয়ান ম্যাথু চিন্ডো। যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পর্বে শেখ জামালের হয়ে খেলেছিলেন। 

এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কাপে একাদশে চার জন বিদেশি খেলানোর নিয়ম রেখেছে। একাদশে চার জন খেললেও এর বেশি ফুটবলার নিবন্ধন করানোর সুযোগ রয়েছে ক্লাবগুলোর। বসুন্ধরা কিংস নিজেদের চার বিদেশির বাইরে নাইজেরিয়ান ম্যাথু চিন্ডো ও মুক্তিযোদ্ধা সংসদের বুরুন্ডির আব্দুল্লাহকে। ভিসা জটিলতায় চিন্ডো প্রথম ম্যাচের আগে উপস্থিত হতে পারেননি। গতকালই প্রথম দলের সঙ্গে যোগ দিয়েছেন। অস্কারের দলে কিভাবে মানিয়ে নেন ম্যাথু সেটাই দেখার বিষয়৷ 

আরেক অতিথি বিদেশি খেলোয়াড় আব্দুল্লাহ ভিসা জটিলতায় এখনো ভারত পৌছাতে পারেননি। বসুন্ধরা কিংসের নিজস্ব চার বিদেশি  ফুটবলার হলেন ইরানিয়ান খালিদ শাফি, দুই ব্রাজিলিয়ান রবসন রবিনহো ও মিগুয়েল ফেরেইরা এবং গাম্বিয়ান নুহা মুরং। 

মোহনবাগানের বিপক্ষে কিংসের একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক),  খালিদ শাফি, ইয়াসিন আরাফাত, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা, মাসুক মিয়া জনি, রবসন রবিনহো, রিমন হোসেন, মিগুয়েল ফেরেইরা ও ম্যাথু চিন্ডো।

এজেড/এটি/এইচএমএ