পুলিশকে হারাল মুক্তিযোদ্ধা
পেনাল্টি মিসের পর পুলিশের ফরোয়ার্ড এর আফসোস ও মুক্তিযোদ্ধা ফুটবলারদের স্বস্তি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বুধবার দিনের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। পাঁচ ম্যাচ পর জয় পেল মুক্তিযোদ্ধা সংসদ। অন্যদিকে কুমিল্লায় স্বাগতিক মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ৪১ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেকামেঙ্গা। মেহেদি হাসানের লম্বা থ্রোয়ে বেকেমেঙ্গার ব্যাক হেড পুলিশের গোলরক্ষক নেহাল বোকা বনে যান। ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি পায় পাকির আলীর দল।
বক্সের মধ্যে ফ্রেডরিক পোডাকে ফেলে দেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার আলমগীর মোল্লা। রেফারি স্পট কিকের বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পুলিশের বাল্লো ফামোসা। তার নেওয়া শট ফিরিয়ে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতম। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ম্যাচের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা এনেছিল বাংলাদেশ পুলিশ।
বিজ্ঞাপন
এবার পেনাল্টি থেকে গোল করতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় পাকির আলীর শিষ্যদের। এই জয়ে মুক্তিযোদ্ধা সাত পয়েন্ট নিয়ে দশম স্থানে। হারলেও আট পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে সমান ম্যাচ খেলা পুলিশ।
অন্যদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে সাদা কালোদের জয় এনে দেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে ও স্থানীয় ফরোয়ার্ড আমির হাকিম বাপ্পী। ম্যাচের তিন মিনিটে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন সুলেমান।
বিজ্ঞাপন
ম্যাচের শেষদিকে ব্যবধান দ্বিগুন করেন আমির হাকিম। এই জয়ে নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এলো সাদা কালোরা। আট পয়েন্ট নিয়ে নয় নম্বরে এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জ। বারিধারার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর পুলিশ ও ব্রাদার্সের সঙ্গে টানা দু’ম্যাচ জিতেছিল মোহামেডান। কালও সেই জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা।
এজেড/এমএইচ