অনড় বাংলাদেশ ও আফগানিস্তান
এএফসির সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে বাফুফে কর্মকর্তাদের সংবাদ সম্মেলন। ছবি : ঢাকা পোস্ট
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ভেন্যু নিয়ে জটিলতা কাটছেই না। বুধবার বিকেল এশিয়ান ফুটবল কনফেডারেশন ই গ্রুপের পাঁচ দেশের প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল আলোচনায় বসেছিল। সেই আলোচনায় মার্চের অন্য দুইটি ম্যাচ স্থগিত হয়ে জুনে নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার সিদ্ধান্ত হলেও বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি এখনো পেন্ডুলামের মতো দুলছে।
বাফুফে নির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির অন্যতম সদস্য সত্যজিত দাস রুপু বলেন, ‘২৫ মার্চ সিলেটে আমরা আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ আয়োজন করতে চাই। আমরা আমাদের আগের অবস্থানেই রয়েছি। আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি ভালো সেগুলো আমরা উপস্থাপন করেছি।’
বিজ্ঞাপন
বাংলাদেশের যুক্তির প্রেক্ষিতে আফগানিস্তান যুক্তি দিয়েছে, তাদের খেলোয়াড়রা বিভিন্ন দেশের লিগে খেলে। ২১ মার্চের আগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া সম্ভব নয়। ২১ তারিখ রওনা হয়ে ২২ তারিখ বাংলাদেশে পৌছে তাদের দুই দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিনা অনুশীলনে ২৫ মার্চ তাদের খেলা সম্ভব না।
আফগানিস্তানের এই যুক্তির প্রেক্ষিতে বাফুফে পাল্টা পথ দেখিয়েছে। এই বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশেষ বৈঠকে তাদের কোয়ারেন্টিন সময়সীমা কমানোর চেষ্টা করব। সেটা সম্ভব না হলে কোয়ারেন্টিন সময়ে অন্তত যাতে তারা অনুশীলন করতে পারে সেই ব্যবস্থা করব।’
এশিয়ান ফুটবল কনফেডারেশন আগামীকাল বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে তাদের অবস্থান লিখিত আকারে জানতে চাইবে। দুই দেশ থেকে লিখিত অবস্থান পাওয়ার পর এএফসি একটি সিদ্ধান্ত নেবে। বাফুুফে সাধারণ সম্পাদকের ধারণা এএফসির কাছ থেকে সিদ্ধান্ত আসতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।
মার্চ এর শেষ সপ্তাহে আফগানিস্তান-ওমান এবং ভারত-কাতার ম্যাচ ছিল। এই দুইটি ম্যাচ জুনে স্থান্তান্তরিত হয়েছে। ২০২২ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ফিফার কাছ থেকে এএএফসি’র প্রতি নির্দশেনা রয়েছে জুনের মধ্যে বাছাই পর্ব শেষ করার। বাংলাদেশের পরের দুইটি ম্যাচ জুনেই। বাকি দুইটি হোম ম্যাচও। সেটিও বাইরে গিয়ে খেলতে হবে কিনা এই প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদকের উত্তর, আমরা আগে আফগানিস্তানের বিষয়ে এএফসির সিদ্ধান্ত জানি। এরপর ওই দুই ম্যাচ নিয়ে আলোচনা করব। আমরা হোমে খেলার পক্ষেই রয়েছি।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে পাচ ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে।
এজেড/এমএইচ