দুই ড্রয়ে জমজমাট রেলিগেশন জোন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ ছিল তিনটি ম্যাচ। তিনটি ম্যাচের মধ্যে দু'টি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ড্র করেছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এবং গোপালগঞ্জ শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামেও গোলশুন্য ড্র হয়েছে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার ম্যাচটি।
এই ড্রয়ে রেলিগেশন জোনের লড়াই বেশ জমে উঠল। ১৯ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৫। টেবিলে তাদের অবস্থান নবম। শেখ রাসেলের সঙ্গে ড্র করা মুক্তিযোদ্ধা সংসদের সমান ম্যাচে পয়েন্ট ১২। তাদের অবস্থান ১১। নয় পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে স্বাধীনতা সংঘ। লিগের বাইলজ অনুযায়ী দুই রেলিগেশনে যাবে। স্বাধীনতা, মুক্তিযোদ্ধা, বারিধারা ও রহমতগঞ্জ এই চার দলেরই রয়েছে রেলিগেশনের শঙ্কা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আর বাকি রয়েছে তিন ম্যাচ। লিগ টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী রেলিগেশনে কোন দুই দল যাচ্ছে সেটি শেষ রাউন্ডের ম্যাচ পর্যন্তও অপেক্ষা করা লাগতে পারে।
বিজ্ঞাপন
আজকের ম্যাচে রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা উভয়ই ড্র করায় রেলিগেশন লড়াইটি আরো জমজমাট হলো। দুই দলের এক দল হারলে বা জিতলে এক দলের জন্য সুবিধাজনক হতো। কিন্তু ড্র হওয়ায় এখন সকলের কপালে চিন্তার ভাজ। রহমতগঞ্জ এবং মুক্তিযোদ্ধা উভয়ের জন্য এক পয়েন্ট আদায় অবশ্য বেশ কঠিনই ছিল। প্রতিপক্ষ পুলিশ ও শেখ রাসেল ছিল তাদের তুলনায় বেশ শক্তিশালী। আজকের ড্রয়ে পুলিশ ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ও শেখ রাসেল ২২ পয়েন্ট নিয়ে অস্টম স্থানে।
আগামীকাল ও পরশু বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ নেই। ১৮ জুলাই মুন্সিগঞ্জে ২০তম রাউন্ডের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সেই ম্যাচে জামাল ভূইয়ার সাইফকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস।
বিজ্ঞাপন
এজেড/