বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। সঙ্গীতের পাশাপাশি খেলাও তার দারুণ পছন্দ। খেলা বিশেষত ক্রিকেট নিয়ে তার গানও রয়েছে। সঙ্গীত শিল্পী আসিফ ৩৩ বছর পর ঘরোয়া ফুটবল খেলা দেখতে মাঠে গিয়েছেন। 

আজ সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন আসিফ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,‘ ৩৩ বছর পর ফুটবল ম্যাচ দেখতে মাঠে এলাম।’ বসুন্ধরা কিংস এরেনা দেখে মুগ্ধ হয়েছেন ক্রীড়াপ্রেমী এই গায়ক। কিংসের মাঠ দেখে মুগ্ধ হলেও তিনি আবাহনী সমর্থক সেটি উল্লেখ করতে কোনো কার্পণ্য করেননি। 

বসুন্ধরা কিংসের অধিনায়ক তৌাহিদুল আলম সবুজই তাকে এই ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ম্যাচ শেষে মাঠে খেলোয়াড়দের সঙ্গে আলাপও করেছেন। ফুটবলাররা নিজেরা তারকা হলেও আরেক অঙ্গনের তারকা পেয়ে ছবিও তুলেছেন অনেকে। 

ঘরোয়া ফুটবল এক সময় ছিল বেশ জমজমাট। সকল শ্রেণীপেশা, বয়সের মানুষের কাছে ফুটবল ছিল আবেগ ও ভালোবাসার জায়গা। সময়ের বিবর্তনে সেটা খুব কমে গেছে।

এজেড/এইচএমএ