ব্রাজিল-আর্জেন্টিনার দুই তারকার জোড়া গোলে জয় কিংসের
নিজেদের হোম ভেন্যু কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম বসুন্ধরা কিংসের দুর্গ। আরামবাগ ক্রীড়া সংঘকে এই ভেন্যুতে ৬-১ গোলে হারিয়েছিল অস্কার ব্রুজনের শিষ্যরা। এবার সেই ভেন্যুতে বড় ব্যবধানে তারা হারাল দেশের অন্যতম শীর্ষ কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। শেখ রাসেলকে ৪-০ গোলে হারিয়েছে কিংস।
এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। শেখ রাসেল ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। চতুর্থ রাউন্ড পর্যন্ত যুগ্মভাবে টেবিলের শীর্ষে ছিল শেখ রাসেল। এরপর নিয়মিত পয়েন্ট হারিয়ে তারা পিছিয়ে পড়েছে।
বিজ্ঞাপন
দুই অর্ধে স্বাগতিকরা দুইটি গোল করে। ম্যাচের চারটি গোলই করেছেন দুই ল্যাতিন আমেরিকান। আর্জেন্টাইন রাউল বেসেরা করেছেন দুটি, অন্য দুটি করেছেন ব্রাজিলিয়ান রবিনহো। ২৩ মিনিটে রাউল বেসেরার গোলে লিড নেয় কিংস। ১৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান রবিনহো।
২-০ গোলের স্কোরলাইন নিয়ে বিরতিতে ড্রেসিংরুমে ফিরে দুই দল। বিরতির পর সফরকারী শেখ রাসেল ম্যাচে ফেরার চেষ্টা করে ব্যর্থ হয়। উল্টো ৭৪ ও ৮৩ মিনিটের মধ্যে আরও দুই গোল হজম করে। ৭৪ মিনিটে বেসেরা ও ৮৩ মিনিটে রবিনহো গোল করেন। ম্যাচের বাকি সময়ে দুইজন গোল করতে না পারায় হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়।
রবিনহো ম্যাচের দ্বিতীয় গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে পেছনে ফেলেন জামালের গাম্বিয়ান ওমর জোবেকে। তার ১১ গোল টপকে ১২ গোল করে প্রথম অবস্থানে রবিনহো। এই ব্রাজিলিয়ানের সতীর্থ রাউল ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ