মোহামেডানে জমজমাট নির্বাচন, সভাপতি পদে তিন প্রার্থী
মনোনয়নপত্র ক্রয়ের একটি মুহূর্ত/ ছবি: ঢাকা পোস্ট
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র গ্রহণের দ্বিতীয় ও শেষ দিন। দ্বিতীয় দিনে ক্লাবের সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। এদের মধ্যে রয়েছেন বর্তমান সভাপতি ওবায়দুল করিম। অন্য দুজন কাজী ফিরোজ রশীদ এমপি ও জেনারেল (অব.) আবদুল মুবীন।
পরিচালক পদ ১৬টি। এই ১৬ পদের বিপরীতে মনোনয়নপত্র বিক্রয় হয়েছে ৫১টি। প্রথম দিন পরিচালক পদে মাত্র দশটি মনোনয়পত্র বিক্রয় হয়েছিল। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে পরিচালক পদে আরও ৪১টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। সভাপতি পদে মনোনয়নপত্রের মূল্য পঞ্চাশ হাজার টাকা ও পরিচালক পদে মনোনয়নপত্রের মূল্য দশ হাজার টাকা।
বিজ্ঞাপন
মোহামেডান ক্লাবের নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার এবিএম রিয়াজুল কবির কাউছার বলেন, ‘সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন কর্মকান্ড চলছে। আজ মনোনয়পত্র সংগ্রহের শেষ দিন ছিল। ১ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার দিন।’
প্রথম দিন পরিচালক পদে মনোনয়ন পত্র ক্রয়ে বড় চমক ছিল চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি ও সাইফ স্পোর্টিংয়ের স্বত্বাধিকারী তরফদার রুহুল আমিনের মনোনয়নপত্র ক্রয়। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন পরিচালক পদে চমক বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদির মনোনয়ন পত্র ক্রয়।
বিজ্ঞাপন
সালাম মুর্শেদি মোহামেডানের সাবেক কর্মকর্তা হলেও বাফুফের সিনিয়র সহ-সভাপতি হওয়ার পর থেকে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন না। সালাম মুর্শেদির পাশাপাশি শেষ দিনে পরিচালক পদে অন্যতম চমক শফিউল ইসলাম মহিউদ্দিনের মনোনয়নপত্র ক্রয়। সাবেক ক্রীড়াবিদদের মধ্যে অনেকে মনোনয়নপত্র নিয়েছেন। এদের মধ্যে অন্যতম ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, আরিফুল হক প্রিন্স সহ আরো অনেকে।
বর্তমান পরিচালনা পর্ষদের আনোয়ারুল হক হেলাল, কামরুন নাহার ডানা, হানিফ ভূঁইয়া, লোকমান হোসেন ভূঁইয়া, খন্দকার জামিল উদ্দিন, মাহাবুব আনাম, সারওয়ার হোসেন, মাহবুব রব, জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
৬ মার্চ হোটেল লা মেরিডিয়ানে হবে মোহামেডানের নির্বাচন। ৩৩৭ জন ভোটার ১৬ জন পরিচালক ও ১ জন সভাপতি নির্বাচিত করবেন দুই বছরের জন্য।
এজেড/টিআইএস