বসুন্ধরা কিংসের চেয়ে ১২ পয়েন্ট পেছনে ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলা আবাহনী প্রথম লেগের শেষ ম্যাচ বারিধারার বিপক্ষে জিতলেও নয় পয়েন্টের ব্যবধান থাকবে ম্যারিও ল্যামোসের দলের। 

কিংসের বিরুদ্ধে ৪-১ গোলে হারের পর লিগ ট্রফি জয়ের আশা অনেকটা ছেড়েই দিয়েছেন আবাহনীর পর্তুগীজ কোচ ম্যারিও ল্যামোস, ‘বাস্তবতার দিকে তাকালে আমাদের চ্যাম্পিয়ন হওয়া অনেকটা অসম্ভব। বসুন্ধরা যদি দ্বিতীয় লেগে কয়েকটি ম্যাচে না হারে সেক্ষেত্রে আর আমাদের এই মৌসুমে লিগ জয় সম্ভব হবে না।’ 

কিংসের বিপক্ষে বাজেভাবে হারের পেছনে আবাহনীর কোচের ব্যাখ্যা, ‘গুরুত্বপূর্ণ এমন ম্যাচে ছোটখাটো ভুল করলে ম্যাচে ফেরা সম্ভব নয়। সেটাই হয়েছে শেষ পর্যন্ত।’ 

ম্যাচের ভুল ছাড়াও নিজের দল নিয়েও আক্ষেপ করলেন এই পর্তুগীজ কোচ, ‘আমাদের দলের রিজার্ভ বেঞ্চ দেখুন আর কিংসের। আমার রিজার্ভ বেঞ্চ শক্তিশালী নয় তাদের তুলনায়।’

আবাহনী কোচ লিগ ট্রফি কিংসের হাতে দেখছেন। এই মুহূর্তে ১২ পয়েন্টের লিড থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী নন কিংস কোচ অস্কার, ‘দ্বিতীয় লেগে দুই ম্যাচ হারলে প্রেক্ষাপট বদলাতে সময় লাগবে না। আমরা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

আবাহনী এই মৌসুমে কিংসের বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করতে পারছে না সেই অর্থে। এরপরও আবাহনীকে ছোট করে দেখছেন না অস্কার, ‘আবাহনী বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্লাব। তারা নিজেদের সেরাটাই দিচ্ছে। আমাদের অসাধারণ পারফরম্যান্স বা তাদের কিছু ভুলে ম্যাচের স্কোরলাইন বেশি দেখালেও তাদের খাটো করে দেখার সুযোগ নেই।’

কিংসের স্প্যানিশ কোচ ১২ পয়েন্ট লিডে রেখে আগামীকাল থেকে ছুটিতে যাচ্ছেন। স্পেনে সপ্তাহ দু’য়েকের ছুটি কাটাবেন ব্রুজন।

এজেড/এমএইচ