ফুটবলের উন্নয়নে কোরিয়ার সাহায্য নেওয়ার সুযোগ দেখছেন সালাউদ্দিন
সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন। এ আনন্দ বাংলাদেশিদের তো ছুঁয়েছেই, ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত লি জাং কেউকেও ছুঁয়ে গেছে। আজ দুপুরে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বিষয়টি জানান তিনি।
বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা শেষে কোরিয়ান রাষ্ট্রদূত বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে আমি খুব খুশি। বিশেষ করে এই মুহূর্তটি দারুণ। অতি সম্প্রতি বাংলাদেশ নারী দল সাউথ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানাই। এটা বিশাল অর্জন।’
বিজ্ঞাপন
নারীদের এই অর্জনের পাশাপাশি বাংলাদেশের ফুটবল নিয়ে সামগ্রিক আলোচনাও হয়েছেন, ‘খেলা দুই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খেলার মধ্য দিয়ে অনেক কাজ করতে চাই। বিশেষ করে সামনের বছর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনীতির ৫০ বছর পূর্তি।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কোরিয়ান রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাতকে ইতিবাচক হিসেবে দেখছেন, ‘কোরিয়া বিশ্বকাপ ফুটবলে নিয়মিত অংশ নেয়। এশিয়ার ফুটবলে পরাশক্তি। তাদের কাছ থেকে টেকনিক্যাল সহ বিভিন্ন বিষয় আমাদের শেখার ও সাহায্য নেয়ার সুযোগ রয়েছে।’
বিজ্ঞাপন
বাফুফে ভবনে এই সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন ফিফা, এএফসি কাউন্সিল সদস্য বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব ইয়ংমিন সিও।
এজেড/এনইউ