নেপালের মাটিতে সাফ জয়ের রেশ না কাটতেই মালদ্বীপের মাঠে ঝড় তুলতে শুরু করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। সেখানে ফুটসাল লিগের এক ম্যাচে ১১ গোল করেছেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড।

শুক্রবার ফুটসাল লিগের ম্যাচটিতে সাবিনার ধিবেহি সিফাইং ক্লাব ২৬-০ গোলে উড়িয়ে দিয়েছে এমওয়াইএস ক্লাবকে। সাবিনার ছাড়াও ম্যাচে জাদু দেখিয়েছেন বাংলাদেশের আরেক খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়া। তিনি করেছেন ৬টি গোল।

ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচ এক দিন পিছিয়ে দেওয়া হয়। সাবিনার দলের দ্বিতীয় জয় এটি। এর আগে ১২ অক্টোবর প্রথম ম্যাচে টিম ফেনেকার বিপক্ষে সাবিনারা জিতেছিলেন ৪-০ গোলে। ওই ম্যাচে সাবিনা করেছেন একটি গোল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ধিবেহি সিফাইং ক্লাব।

গেল মাসে নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পেছনে বড় অবদান ছিল সাবিনার। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে দলকে একাই টেনে নিয়ে যান ফাইনালে। গোল্ডেন বুটের পাশাপাশি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কারও। 

এনইআর