ক্রীড়া লেখক ও খেলার সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। প্রতি বছরের ন্যায় এ বছরও সংগঠনটি সদস্যদের জন্য খেলাধুলার আয়োজন করেছিল। ওয়ালটন বিএসপিএ স্পোর্টস কার্নিভালে ৯টি ডিসিপ্লিনের ১৪টি ইভেন্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২১ (আব্দুল মান্নান লাডু ট্রফি) মনোনীত হয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল। প্রথম রানার আপ হয়েছেন রুমেল খান ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মো. শামীম হাসান।

ক্রীড়া লেখক সমিতির ইংরেজি নাম ‘স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন’ (বিএসপিএ)। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সংগঠনটির বার্ষিক ক্রীড়া উৎসব ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২২’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

অনুষ্ঠানের শুরুতে এআইপিএস এশিয়ার সদস্য নির্বাচিত হওয়ায় বিএসপিএ সভাপতি সনৎ বাবলাকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া বিগত সময় এআইপিএস এশিয়ার কমিটিতে থাকা রকিবুল হাসান ও ইকরামউজ্জামানকেও সম্মাননা দেয়া হয়। ইকরামউজ্জামান আট বছর এআইপিএস এশিয়ার সহ-সভাপতি ছিলেন। যা এখন পর্যন্ত বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ পদ। 

বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম, সদস্য সচিব ফয়সাল তিতুমীরসহ অনেকেই। 

এজেড/এনইআর