সাকিব ফেরায় স্বস্তি মুমিনুলের
গত মার্চে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এরপর করোনার কারণে নিজেদের গুঁটিয়ে রেখেছিল টাইগাররা। মাঝে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত সেই সিরিজ আর আলোর মুখ দেখেনি। এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে পেয়ে স্বস্তি প্রকাশ করলেন মুমিনুল হক।
গতবছর জুয়াড়ির দেওয়া প্রস্তাব গোপন করার দায়ে সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। তদন্তে সাহায্য করা ও নিজের ভুল স্বীকার করে নেয়ার জন্য দুই বছরের সাজা কমিয়ে এক বছর সকল ধরণের ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হয় তাকে। গত বছরের ২৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে মুক্ত হয়ে ফিরেছেন তিনি। এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেললেও এখনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি সাকিবের।
বিজ্ঞাপন
সব ঠিক থাকলে আগামী মাসে ঘরের মাঠে উন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিজ ক্রিকেটে ফিরবেন সাকিব। তার মতো বিশ্বমানের অলরাউন্ডার ফেরায় স্বস্তি প্রকাশ করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল। মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমকে মুমিনুল বলেন, "অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য স্বস্তির বিষয়। সাকিব ভাই থাকবে দলে ভালো ভারসাম্য তৈরি হয়। ভালো দিক আমাদের জন্য। উনি অনেক অভিজ্ঞ ক্রিকেটার। চ্যাম্পিয়ন ক্রিকেটার।"
এদিকে বঙ্গবন্ধু কাপে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলতে নেমেছিলেন মুমিনুল। তবে টুর্নামেন্টের মাঝপথে জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি। সেই ইনজুরির কারণে দুবাই গিয়ে অস্ত্রোপচার করাতে হয়। আঙুলে অপারেশন শেষে দেশে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শুরুতে শঙ্কা ছিল উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তার মাঠে নামা নিয়ে।
বিজ্ঞাপন
তবে মুমিনুল নিজে জানালেন খেলার জন্য ফিট হয়ে উঠছেন তিনি। মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচেও খেলতে পারবেন মুমিনুল। টেস্ট অধিনায়ক জানান, ‘পুনর্বাসন চলছে। প্রস্তুতি ম্যাচ আছে টেস্ট সিরিজের আগে। আশা করছি টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচে খেলতে পারব।’
এমএইচ