দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী ম্যাক্স বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক নির্বাচিত হয়েছেন। গত বছর দৈনিক সমকালের প্রথম পাতায় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার নিউজটি তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে। 

বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হওয়ার দৌড়ে সেকান্দারের অন্যতম প্রতিদ্বন্দ্বি ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম ও ক্রিকইনফোর বাংলাদেশের প্রতিনিধি মো. ইসাম। ইসাম বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক না হলেও সাক্ষাৎকার ক্যাটাগরিতে সেরা হয়েছেন।

অন্য দিকে ফিচার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন প্রথম আলোর রানা আব্বাস এবং ফটোগ্রাফিতে সেরার পুরস্কার পেয়েছেন কালের কন্ঠের ফটো সাংবাদিক মীর ফরিদ। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে এবার বিএসপিএ তাদের দু’জন সিনিয়র সদস্য মাহমুদুল হাসান শামীম ও ইউসুফ আলীকে সম্মাননা জানিয়েছে। 

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিওএ মহসচিব সৈয়দ শাহেদ রেজা। 

এজেড/এমএইচ