পেশাদার লিগের ক্লাবগুলোর জুনিয়র প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যাপারে অনীহা আছে। কোনোমতো টুর্নামেন্টে অংশ নিলেও লিগের ব্যাপারে তাদের আরো বেশি অনীহা। তবে এবার ক্লাবগুলো অনূর্ধ্ব-১৮ লিগ খেলতে সম্মত হয়েছে। 

আজ দুপুরে লিগ কমিটির সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি বলেন, ‘এবার অনূর্ধ্ব-১৮ সিঙ্গেল লিগ হবে। ক্লাবগুলো খেলতে সম্মত হয়েছে।’ 

অনূর্ধ্ব-১৮ লিগের সময়সূচি নিয়ে বাফুফের সিনিয়র সহ-সভাপতি বলেন, ‘১৫ জুলাইয়ের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ শেষ করতে পারব। এর আগেই স্বাধীনতা কাপের বাছাইপর্ব সমাপ্ত হবে। লিগ শেষের পর হবে স্বাধীনতা কাপ। এর পরপরই বা পাশাপাশি সময়ে চলবে অনূর্ধ্ব-১৮ লিগ।’ 

এবারের লিগে ১৩টি ক্লাব অংশগ্রহণ করছে। ১৩ ক্লাবের কয়টি ক্লাব শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৮ লিগে অংশ নেয় সেটি সময়ই বলবে। স্বাধীনতার পঞ্চাশ বছরে বাফুফে স্বাধীনতা কাপের কলেবর একটু বাড়িয়ে করার পরিকল্পনা। পেশাদার লিগের ১৩ ক্লাব সরাসরি স্বাধীনতা কাপে খেলবে। বাছাই পর্বে বিভিন্ন সংস্থা, সার্ভিসেস বাহিনী অংশ নেবে। বাছাইপর্ব থেকে চারটি দল চূড়ান্ত পর্ব খেলবে। 

লিগ শেষে রেলিগেটেড দল চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত হবে। রেলিগেটেড দল নিয়ে স্বাধীনতা কাপ করার যৌক্তিকতার ব্যাপারে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের উত্তর, ‘লিগ শেষ হলেও মৌসুম শেষ হবে না। ফলে আগ্রহী ক্লাবগুলো চাইলে অংশ নিতে  পারে।’ 

১৫ জুলাই লিগ শেষ হওয়ার পর স্বাধীনতা কাপ শুরু করতে চায় লিগ কমিটি। আজ রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব শুরু হবে একমাস পর। আগামী ৮ বা ৯ এপ্রিল দ্বিতীয় লেগ শুরুর সম্ভাব্য দিনক্ষণ বলে জানিয়েছেন সালাম মুর্শেদি। এই এক মাস চলবে মধ্যবর্তী দলবদল। আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া উইন্ডো ট্রান্সফার শেষ হবে ৭ এপ্রিল। 

সালাম মুর্শেদী লিগ কমিটির চেয়ারম্যানের পাশাপাশি রেফারিজ কমিটির চেয়ারম্যানও। লিগ কমিটির সভা শেষে আজ ফিফা ব্যাজধারী রেফারিদের ব্যাজ পরিয়েছেন রেফারিজ কমিটির নতুন চেয়ারম্যান। পাঁচজন পুরুষ রেফারি, সাতজন সহকারী রেফারি, একজন নারী রেফারি, আরেকজন নারী সহকারি। 

দু’জন নারী রেফারি ও মিজানুর রহমান ব্যক্তিগত ও পারিবারিক কারণে আজ ব্যাজ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। সালাম মুর্শেদীর কাছ থেকে আজ ব্যাজ গ্রহণ করেন গোলাম মুর্শেদ চৌধুরী, বিটুরাজ বড়ুয়া, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সোহরাব হোসেন, মনির আহমেদ ঢালী, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ শরিফুজ্জামান খান টিপু, সুজয় বড়ুয়া ও মোহাম্মদ শাহ আলম।

এজেড/টিআইএস