বিশ্বকাপ ক্যারিয়ারে গোলের খরা কাটালেন সময়ের সেরা স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। পোল্যান্ডের অধিনায়ককে এ খরা কাটাতে খেলতে হয়েছে পাঁচ ম্যাচ। চলমান কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে গোল পান বার্সেলোনার এ স্ট্রাইকার।

গোলের পর মাঠে লেভান্ডভস্কির আবেগ দেখেই বোঝা যাচ্ছিল এটি কতোখানি কাঙ্ক্ষিত ছিল তার। অবশ্য মাঠে উপস্থিত পোলিশ দর্শকরাও তাকে হতাশ করেননি। তারাও জানিয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা। 

ফুটবল ক্যারিয়ারে ৬ শতাধিক গোলের মালিক লেভান্ডভস্কি ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দলের হয়ে ৩ ম্যাচে মাঠে নামেন। কিন্তু কোনো সাফল্য পাননি। প্রথম রাউন্ডে বাদ পড়ে পোল্যান্ড। কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে পেনাল্টিতে গোলের সুযোগ পেয়েও হাতছাড়া হয়। তাতে বিশ্বকাপে গোলের সঙ্গে নিজের নাম লেখাতে অপেক্ষা বাড়ে। যা দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পূর্ণ হয়। ম্যাচে আরো একটি গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন তিনি।

ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের আশা জিইয়ে রেখেছে পোল্যান্ড। 

জেডএস