জাপানের কাছে জার্মানির হার বিশ্বকাপে আলোচিত বিষয়। সেই হারকেও অনেকটা ছাপিয়ে গেছে ম্যাচের শুরুতে জার্মান খেলোয়াড়দের মুখ বন্ধ করে প্রতিবাদের বিষয়টি। কাতার বিশ্বকাপ আলোচনায় নানা কারণে। এর মধ্যে রয়েছে সমকামী ইস্যুও। ইউরোপীয়ান দেশগুলো সমকামীতার বিষয়ে সোচ্চার। কয়েকটি দল বিশেষ আর্মব্যান্ড পড়তে চেয়েছিল। ফিফার কড়াকড়ির কারণে পারেনি। জার্মানি মুখ আটকিয়ে উল্টো প্রতিবাদ জানিয়ে রেখেছে।

আগামীকাল স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে জার্মান ফুটবলাররা খেলার চেয়ে অন্য বিষয়ে বেশি মনোযোগী কিনা? কোচ হ্যান্সি ফ্লিক বিষয়টি উড়িয়ে দিয়েছেন, ‘না, অন্য কোনো দিকে নয়, আমাদের পুরো মনোযোগ খেলাতেই রয়েছে।’
  
চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। জাপানের বিরুদ্ধে হেরে বিদায়ের শঙ্কায়। আগামীকালের প্রতিপক্ষ স্পেন। যারা আগের ম্যাচে গোল উৎসব করেছে। বেশ সংকটময় পরিস্থিতি এরপরও শঙ্কিত নন জার্মান কোচ, ‘আমরা আমাদের যোগ্যতা-সামর্থ্য সম্পর্কে জানি। কালকের ম্যাচ নিয়ে কোনো ভয় নেই।’

হ্যান্সি ফ্লিক জার্মান ফুটবল দলের সঙ্গে যুক্ত অনেক দিন থেকেই। জোয়াকিম লো’র সহকারী ছিলেন। সেখান থেকে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন। ২০১৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। এরপর থেকে বিশ্ব ফুটবলে তাদের তেমন দাপট দেখা যাচ্ছে না। জার্মানির মেধাবী ফুটবলার সংকট নাকি অন্য কোনো সমস্যা এই প্রশ্নের উত্তরে হ্যান্সি বলেন, ‘সফল হলে এ সকল প্রশ্ন আসে না। জার্মানরা চ্যাম্পিয়ন হতেই বিশ্বকাপে আসে। এখন আমাদের লক্ষ্য এই গ্রপ নিয়ে।’

এজেড/এনইআর