আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমতো ইতিহাসই গড়ে ফেলেছে সৌদি আরব। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি গুঞ্জন। সৌদি খেলোয়াড়দের নাকি একটি করে রোলস রয়েস উপহার দিয়েছে সৌদি রাজপরিবার! সে গুঞ্জন এবার উড়িয়ে দিল দলটি। কোচ হার্ভে রেনার্ড আর ফরোয়ার্ড সালেহ আল শেহরি জানালেন, সে খবর মোটেও সত্য নয়।

শেষ কয়েক দিনে শোনা যাচ্ছিল, ২৬ সদস্যের সৌদি দলের সবাই রোলস রয়েস আরএম৬ মিলিয়নের চাবি ধরিয়ে দেওয়া হয়েছে। সেটা দিয়েছেন খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান!

সংবাদ সম্মেলনে সে নিয়ে প্রশ্ন ধেয়ে গিয়েছিল কোচ হার্ভের কাছে। যার উত্তরে রেনার্ড বলেন, ‘এতে কোনো প্রকারের সত্যতা নেই। আমাদের ফেডারেশন বেশ ‘সিরিয়াস’ ফেডারেশন, আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ও। এইসবের সময় এখনো আসেনি।’

পোল্যান্ড ম্যাচের আগে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন রেনার্ড। তার উত্তরে তিনি আরও যোগ করেন, ‘আমরা মোটে একটা ম্যাচই খেললাম। আমাদের আরও দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমরা আরও বেশি কিছুর আশায় আছি।’

এরপরই তিনি মনে করিয়ে দিলেন আর্জেন্টিনা ম্যাচের আগের সংবাদ সম্মেলনের কথা। তিনি বলেন, ‘আমি জানি না আর্জেন্টিনা ম্যাচের আগের সংবাদ সম্মেলনের কথা আপনাদের মনে আছে কি না। আমি বলেছিলাম, আর্জেন্টিনা ম্যাচটা আমাদের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের একটি। যদি গ্রুপ পর্ব শেষে আমরা গ্রুপের শীর্ষে বা দুইয়ে অবস্থান করতে পারি, তাহলেই ভালো কিছু হবে।’

আর্জেন্টিনা ম্যাচটা অবশ্য সৌদিতে খুশির বন্যাই বইয়ে দিয়েছে। সেখানে এক দিনের জাতীয় ছুটিই ঘোষণা করে দেওয়া হয়েছিল। 

যদিও আজ দ্বিতীয় ম্যাচটা মোটেও ভালো কাটেনি। পেনাল্টি মিস করেছে দল, পোল্যান্ডের কাছে হেরেছে ২-০ গোলে। তাতে শেষ ষোলোয় যেতে দলটির অপেক্ষা বাড়ল শেষ ম্যাচ পর্যন্ত।

এনইউ