পোল্যান্ড না লেভান্ডভস্কি? আর্জেন্টিনার মূল প্রতিপক্ষ কে? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন দেখলে অন্তত সেটা বোঝার উপায় নেই! সংবাদ সম্মেলনে যে আর্জেন্টাইন কোচকে পোল্যান্ডের চেয়ে প্রতিপক্ষের সেরা ফুটবলার লেভান্ডভস্কিকে নিয়েই বেশি প্রশ্ন সামলাতে হয়েছে! 

বার্সার এই পোলিশ স্ট্রাইকার বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত। মূলত তার পারফরম্যান্সের উপর ভিত্তি করেই পোল্যান্ডের সকল শক্তি, যেমন মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা। সংবাদ সম্মেলনে এক পোলিশ সাংবাদিক মেসি ও লেভান্ডভস্কির মধ্যে কে এগিয়ে বর্তমানে স্ক্যালোনির কাছে প্রশ্ন করেছিলেন।

আর্জেন্টাইন কোচ পোলিশ ফুটবলারকে প্রশংসা ভাসালেও কৌশলে উত্তর এড়িয়ে গেছেন, ‘এক বাক্যে বলতে গেলে, সে দারুণ খেলোয়াড়। অত্যন্ত ভালো ফুটবলার তো বটেই, গ্রেটের পর্যায়েও। তবে এক খেলোয়াড়ের সঙ্গে আরেক খেলোয়াড়ের তুলনাটা সমীচীন নয়।’

মেসি যেমন খেলা পার্থক্য গড়ে দিতে পারেন। পোলিশ এই ফুটবলারও তেমনই। তাই তার দিকে বাড়তি নজর রয়েছে আর্জেন্টাইন কোচের, ‘অবশ্যই তাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।’

সংবাদ সম্মেলনে আসা ডিফেন্ডার লিসান্দো মার্টিনেজের দৃষ্টিও লেভান্ডভস্কির উপর, ‘নিঃসন্দেহে তিনি বড় খেলোয়াড়। তাকে আটকে রাখাই আমাদের চ্যালেঞ্জ। আমরা আশা করি সেই পরিকল্পনাই সফল হব।’

এজেড/এনইউ