গ্রুপ পর্ব খেলার দুই দিনের মধ্যেই দ্বিতীয় রাউন্ড। এত স্বল্প সময়ে খেলা ফুটবলারদের জন্য একটু ঝক্কিই। সূচি নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি ক্ষোভ প্রকাশ করলেও ব্রাজিল কোচ তিতে অবশ্য তেমন প্রতিক্রিয়া দেখাননি।
 
এই বিশ্বকাপে অনেক কিছুই ব্যতিক্রম ও বিশেষ। এর একটি উদাহরণ হিসেবেই এটা উল্লেখ করেছেন তিতে, ‘এবারের আসরটি বেশ ব্যতিক্রম। সেই দিক থেকে অল্প সময়ের মধ্যে খেলাটিও একটি।’

ফুটবলারদের বিশ্রামের বিষয়টি কোচদের মাথায় বিশেষভাবে। তাই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ার পর তৃতীয় ম্যাচে সব দলের কোচই একাদশে পরিবর্তন এনেছে। ব্রাজিলের কোচ তিতে এ দিকে হাটতে গিয়ে ক্যামেরুনের বিপক্ষে হোঁচট খেয়েছে। ব্রাজিলের ঐতিহ্যে কিছুটা দাগ লাগলেও কোচের পক্ষেই থাকছেন অধিনায়ক থিয়েগো সিলভা, ‘প্রথমত ঐ ম্যাচেও আমরা দারুণ খেলেছি। জেতার অবস্থায় ছিলাম। কিছু সময় ফুটবলে এমন ঘটে, এটা মানতে হবে। অনেক খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। যেটা প্রয়োজন ছিল। কোরিয়া তিনটি কঠিন ম্যাচ খেলেছে। শেষ ম্যাচেও প্রায় ১০০ মিনিট লড়তে হয়েছে। তারা ক্লান্ত থাকবে অনেকটা।’

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। সেই দলের আলোচিত ফুটবলার সন। তার সম্পর্কে ব্রাজিলের অধিনায়ক বলেন, ‘সে অত্যন্ত কুশলী ফুটবলার। সেটা আগের রাউন্ডে প্রমাণ করেছেন।’ কোরিয়ান দলের অন্য ফুটবলারদের সম্পর্কেও জানতে চাওয়া হলে মজা করে থিয়োগা বলেন, ‘আমার পক্ষে সবার ব্যাপারে বলা সম্ভব না।’

দুই চেয়ার দূরত্বে বসা সহকারী কোচ সিজার সাম্পিও থিয়েগো সিলভাকে কয়েকজন কোরিয়ান খেলোয়াড়ের নাম দেন। সেই নাম পড়ে থিয়োগা বলেন, ‘লি ভালো অ্যাটাকিং ফুটবলার।’ আরো কয়েকটি নাম পড়লেও তাদেরকে সেভাবে জানেন না ব্রাজিলিয়ান অধিনায়ক। 

ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা কোয়ার্টারে উঠেছে। ব্রাজিল-আর্জেন্টিনা কোয়ার্টারে জিতলে দুই দলের সেমিফাইনাল হবে। ব্রাজিলের কোচ তিতে অবশ্য এত দূরের কথা ভাবতে চান না, ‘আমাদের সব ভাবনা কোরিয়া নিয়ে। এরপর বাকি চিন্তা করা যাবে।’

এজেড/এনইআর