বেলজিয়ান কোচ পল পুটের বিদায়ের দুই সপ্তাহের মধ্যেই আরেক বিদেশি কোচ চূড়ান্ত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হলকে আবারও দায়িত্ব দিচ্ছে সাইফের ম্যানেজম্যান্ট। সাইফ স্পোর্টিংয়ের ম্যানেজার মাহবুবুর রহমান সুমন বলেন, ‘আমাদের সাথে হলের অফিসিয়ালি সব কিছু চূড়ান্ত। এখন শুধু সে ভিসার অপেক্ষায় রয়েছে। ভিসা পেলেই দ্রুততর সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন হল।’ 

স্টুয়ার্ট হল ২০১৮ সালে সাইফ স্পোর্টিংয়ের কোচ ছিলেন। ওই সময়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি তিনি। সেই হলকে আবার ফেরানোর পেছনে সুমনের ব্যাখ্যা, ‘লিগ এখন মাঝ পর্যায়ে। একেবারে নতুন কেউ আসলে বাংলাদেশ, সাইফ স্পোর্টিং সম্পর্কে বুঝতেই অনেক সময় লাগতো। এজন্য আমরা পুরনো কোচের মধ্যে থেকেই একজনকে দায়িত্ব দিলাম।’

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এখন চলছে মধ্যবর্তী দলবদল। দ্বিতীয় লেগ শুরু হবে এপ্রিলে প্রথম সপ্তাহে। মার্চের মধ্যেই আসার কথা রয়েছে হলের। তাকে শুধু প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের জন্যই চুক্তিবদ্ধ করেছে সাইফ। লিগের পর স্বাধীনতা কাপ হতে পারে। স্বাধীনতা কাপ পর্যন্ত চুক্তি না করার কারণ প্রসঙ্গে সুমন বলেন, ‘দ্বিতীয় লেগে তার পারফরম্যান্স মূল্যায়ন করে আমরা চুক্তি নবায়ন করব।’ 

উল্লেখ্য, সাইফ স্পোর্টিং প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে। চলতি মৌসুমে ফেডারেশন কাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সাইফ ।

এজেড/এমএইচ