চার নারী ফুটবলারকে সংবর্ধনা দিল গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট থেকে উঠে আসাদের মধ্যে চার নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বছরের প্রথম দিন রোববার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত কেন্দ্রীয় ‘বই বিতরণ উৎসব-২০২৩’ অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
২০২২ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল টিম। এদের মধ্যে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট থেকে ওঠে আসা চারজনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত চার নারী ফুটবলার হলেন, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় স্বপ্না রানী, সাথী বিশ্বাস, সাজেদা খাতুন এবং সোহাগী কিসকু।
বিজ্ঞাপন
এমএম/এসকেডি