বাংলাদেশ দলে নতুনদের স্বাগত জানাচ্ছেন পুরাতনরা
হোটেলে চেক ইন করতেই ক্যামেরার অনবরত ফ্ল্যাশ। জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা এতে অভ্যস্ত হলেও নতুনদের জন্য এ পরিস্থিতি একেবারেই ভিন্ন। মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগের যেমন জাতীয় দলের ক্যাম্পে অভিষেক হলো আজই। জাতীয় দলে যেদিন ডাক পেয়েছিলেন সেদিনের চেয়ে আজকের অনুভূতি খানিকটা ভিন্ন এই ডিফেন্ডারের, ‘জাতীয় দলের অংশ হতে পারা একজন ফুটবলারের অনেক গর্বের বিষয়। নিজের সেরাটা দিতে চাই।’
ইয়াসিন খান, তপু বর্মণের মতো ফুটবলাররা এবার দলে না থাকায় সোহাগ, মেহেদীদের সুযোগ মিলতে পারে জাতীয় দলের একাদশে বা বদলি ফুটবলার হিসেবে। এই প্রসঙ্গে সোহাগ বলেন, ‘আমি আমার স্বাভাবিক ও সেরা খেলাটা দিয়ে যাব। বাকিটা কোচের উপর।’
বিজ্ঞাপন
সাইফ স্পোর্টিংয়ের পরীক্ষিত ডিফেন্ডার রহমত মিয়া। তপু, ইয়াসিনরা না থাকায় নতুনরা সুযোগ পেয়েছেন। রহমত নতুনদের উপর ভরসা রাখতে চান, ‘আমাদের দলে নতুন অনেকে এসেছে। তারা নিজেদের প্রমাণ করেই জায়গা করে নিয়েছে। আশা করি দেশকে ভালো কিছুই দেবে তারা।’
রক্ষণভাগে সিনিয়র ফুটবলাররা না থাকায় রহমতের উপর দায়িত্বটা বেড়ে গেছে অনেক। রহমত নিজের উপর বাড়তি চাপ না নিয়ে সতীর্থদের সাথে ভাগাভাগি করে নিতে চাইলেন, ‘ফুটবল একটা দলীয় খেলা। চাপটা সবার মধ্যেই ভাগ করে নেব।’
বিজ্ঞাপন
সব কিছু স্বাভাবিক থাকলে মার্চে বাংলাদেশ দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলত। করোনা পরিস্থিতির জন্য আফগানিস্তান না আসায় নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে হচ্ছে বাংলাদেশকে।
আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই ডিফেন্ডার, ‘জাতীয় দলের হয়ে খেলা প্রয়োজন ছিল আমাদের। বিশ্বকাপ বাছাইয়ের আগে আমাদের প্রস্তুতির জন্য ভালো একটি মঞ্চ।’
ত্রিদেশীয় টুর্নামেন্টে তৃতীয় দলটি হচ্ছে কিরগিজস্তান অ-২৩ দল। কিরগিজস্তান জুনিয়র দল সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও বাংলাদেশের এই ডিফেন্ডারের চোখ ট্রফির চূড়ান্ত লড়াইয়ে, ‘আমাদের লক্ষ্য ফাইনাল।’
জাতীয় দলের ক্যাম্পে ২৪ জনের পাশাপাশি অ-২৩ দলের সাত জন রয়েছেন স্ট্যান্ডবাই। খুব অস্বাভাবিক কিছু না ঘটলে স্ট্যান্ডবাই থাকা কেউ নেপাল যেতে পারবেন না। এরপরও ফরোয়ার্ড মোঃ জুয়েলের আশা, ‘জাতীয় দলের সাথে অনুশীলন করাটাও বিশাল ব্যাপার। কোনোভাবে যদি সুযোগ পেয়ে যাই আন্তর্জাতিক ম্যাচে গোল করতে চাই।’
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ জন ফুটবলার রিপোর্ট করেছেন। আজ রাত পর্যন্ত চলবে রিপোর্টিং পর্ব।
এজেড/এনইউ