‘পানি খাও, আর গোল দিও না’
২৪ ঘণ্টা পর আরেকটি সাফ ফাইনাল। সাংবাদিক সম্মেলনের শেষ অংশে গতকাল ভুটানিদের আলোচনা বেশি হয়েছে শামসুন্নাহারের উদযাপন নিয়েই।
কমলাপুর স্টেডিয়ামের টার্ফে খেলোয়াড়রা প্রায়ই পড়ে গিয়ে আহত হন। ভুটানি ফুটবলাররাও পড়েছিলেন কয়েকবার। ফিজিও যখন পানি নিয়ে আসছিলেন তখন ভুটানি ফুটবলাররা শামসুন্নাহারকে বলছিলেন, ‘পানি খাও, পানি খাও, আর গোল দিও না’। প্রতিপক্ষের মজার সুরে বলা কথাগুলো বেশ উপভোগই করছিলেন বাংলাদেশের অধিনায়ক। গোল না দেওয়ার বিষয়টি রসিকতা হলেও পানি পানের বিষয়টি আন্তরিকতাই ছিল। প্রতিপক্ষের অনুরোধে কয়েক ঢোক পানি গিলেছেনও শামসুন্নাহার।
বিজ্ঞাপন
শামসুন্নাহারের হ্যাটট্রিকেই ভুটান মূলত হেরেছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠের বাইরে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ‘ওরা আমার চুলের স্টাইল পছন্দ করেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম আছে কিনা জিজ্ঞেস করেছে। আমার নামের বানান বড় হওয়ায় ওদের লিখতে কষ্ট হচ্ছিল, পরে আমি জার্সিতে লিখে দেই’, বলেন বাংলাদেশের অধিনায়ক।
টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুই ম্যাচে গোল পেয়েছে। দুই ম্যাচেই গোল করেছেন অধিনায়ক শামসুন্নাহার। ফাইনালেও গোল করতে চান অধিনায়ক, ‘সুযোগ পেলে আমি গোল করব, আর যদি দেখি আমার চেয়ে ভালো পজিশনে কেউ আছে তাকে দিয়ে করানোর চেষ্টা করব।’
বিজ্ঞাপন
গত সেপ্টেম্বরে সিনিয়র সাফে বাংলাদেশ নেপালকে হারিয়েছিল। সেই ম্যাচে গোল করেছিলেন শামসুন্নাহার। জুনিয়র সাফের সকল টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন এই ফরোয়ার্ড।
এজেড/এনইআর