লিওনেল মেসি ও তার ভাই মাতিয়াস মেসি

২০০০ সালে সেপ্টেম্বরের এক সন্ধ্যায় লম্বা চুল ও হ্যাংলা গড়ন নিয়ে বার্সেলোনার ক্যাম্পে যোগ দেন লিওনেল মেসি। ক্যাম্প ও যুবদল মিলিয়ে সেখানে তিনি চার বছর কাটান। এরপর মূল দলের সঙ্গে গড়েন ২১ বছরের সম্পর্ক। এ সময়ের মধ্যে বার্সার জার্সি গায়ে ১০ বার লিগ ও চারবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেন এই মহাতারকা। একইসঙ্গে নিজের ঝুলি পূর্ণ করেছেন অসংখ্য ব্যক্তিগত পুরস্কারে। তবে এত বছরের সম্পর্কের সমাপনী ভালোভাবে ঘটেনি। যার কারণে ক্ষোভ ঝরেছে খোদ মেসির ভাই মাতিয়াস মেসির কণ্ঠেও।

ক্ষুব্ধ কণ্ঠে বলা মাতিয়াস মেসির কিছু কথা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে মাতিয়াসকে বলতে শোনা যায়, ‘মেসির জন্যই সবার কাছে বার্সেলোনা এতটা পরিচিতি পেয়েছে। এর আগে তাদের কেউ চিনত না। বার্সেলোনায় গিয়ে কেউ জাদুঘর দেখে থাকলে দেখবেন সেটার পুরোটাই মেসির।’

এরপর বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার ওপর তোপ দাগেন মাতিয়াস। তার মতে, ‘আমরা (মেসি) বার্সেলোনায় ফিরব না। আর যদি ফিরি তাহলে ভালোভাবে সবকিছু পরিষ্কার করেই ফিরব। তার মধ্যে (বার্সার বর্তমান সভাপতি) হোয়ান লাপোর্তাকে লাথি মেরে বের করব, মেসি বার্সাকে যা যা দিয়েছে সেসবের জন্য তার কোনো কৃতজ্ঞতাবোধ নেই।’

এছাড়াও, বার্সেলোনার সমর্থকদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে মাতিয়াস আরও বলেন, ‘বার্সা ছাড়ার সময় মেসিকে কেউ সাহায্য করেনি। অথচ ওদের (সমর্থক) উচিত ছিল রাস্তায় নেমে পড়া, লাপোর্তাকে বিদায় করে মেসিকে রেখে দেওয়া। কাতালানরা বিশ্বাসঘাতক। মা একবার লিওনেলকে বলেছিল, ওরা তোমাকে রোনালদিনিওর মতো ভোগাবে।’

আরও পড়ুন : ‘মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা’

ভাইরাল হওয়া এ বক্তব্যটি মূলত একটি পারিবারিক বৈঠকের। মাতিয়াসের ছেলে টমি ভিডিও স্ট্রিমিং সার্ভিস ‘টুইচ’-এ নিজের বাবা ও অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরে তার টুইচ অ্যাকাউন্ট ‘লাবাজাদা ১০’র মাধ্যমে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরপরই সামাজিক মাধ্যমে মাতিয়াসের বক্তব্যে ঝড় উঠে।

পরে অবশ্য এই মন্তব্যের জন্য মাতিয়াস ক্ষমা চেয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাতিয়াস জানান, ‘যা বলেছি (সামাজিক মাধ্যমে), সে বিষয়ে আমি নিজের অবস্থান পরিষ্কার করতে চাই। ছেলে এবং তার বন্ধুদের সঙ্গে মজা করেছি। বার্সার মতো এত বড় ক্লাবকে নিয়ে আমি কীভাবে এমন ভাবতে পারি, যারা লিও এবং আমার পরিবারকে অনেক কিছুই দিয়েছে। কাতালোনিয়া আমাদের কাছে দ্বিতীয় ঘরের মতো। এটা সবাই জানে। আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থনা করছি। বিশেষ করে বার্সার সমর্থকদের কাছে।’

তবে ইনস্টাগ্রাম ছাড়া অন্য কোনো মাধ্যমে মাতিয়াসের অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন তিনি।

১৮৯৯ সালের ২৯ নভেম্বর যাত্রা শুরু করে বার্সেলোনা। ১২৩ বছরের কাতালান ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পূর্বেই ১৬ বার লা লিগা জিতেছে। একইসঙ্গে চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, সুপারকোপা দে এসপানার মতো বার্ষিক প্রতিযোগিতার শিরোপাও পেয়েছে দলটি। মেসির আগে দলটিতে আরও অসংখ্য তারকা ফুটবলার খেলেছেন। তাদের মধ্যে লাজলো কুবালা, ইয়োহান ক্রুইফ, ইয়োহান নেসকেন্স, দিয়েগো ম্যারাডোনা, রিভালদো, রোনালদো, রোমারিও, রিস্টো স্টয়চকভ, রোনাল্ড কোম্যান, লুইস ফিগো, রোনালদিনিও অন্যতম।

এএইচএস