সুয়ারেজদের হারিয়ে সাত বছর পর কোয়ার্টারে চেলসি
গোলের পর উদযাপনে মাতোয়ারা হ্যাভার্টজ ও জিয়েখ। চেলসির প্রথম গোলটা এসেছিল দু’জনের কল্যাণেই/ছবি: দ্য টেলিগ্রাফ
মৌসুমের শুরুটা কি দুর্দান্তই না হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের! সেই অ্যাটলেটিকোই এখন রীতিমতো ধুঁকছে। লিগের বাজে ফর্মটা কাটাতে ব্যর্থ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগেও। তাতে দ্বিতীয় রাউন্ডে হেরেছে দুই লেগেই। ফলে চেলসি দুই লেগে ১-০ ও ২-০ গোলের জয় নিয়ে সাত বছর পর উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে।
টানা হারের জেরে চেলসির সাবেক কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চাকরি চলে গিয়েছিল। নতুন কোচ থমাস টুখেলের অধীনে সেই চেলসিই রীতিমতো অদম্য হয়ে দাঁড়িয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর টানা ১৩ ম্যাচে জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টরা। নিজেদের ইতিহাসে নতুন কোনো কোচের অধীনে এর চেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নেই আর।
বিজ্ঞাপন
কোচ টুখেলের অধীনে এসে বলের দখল বেড়েছে চেলসির। কোচ ল্যাম্পার্ডের অধীনে যেখানে কেবল প্রতিপক্ষের অর্ধে পাসে মনোযোগী ছিল দলটি, সে অবস্থায় পরিবর্তন এসেছে। নিজেদের অর্ধেও এখন পাসে যথেষ্ট মনোযোগী ব্লুজরা। বলের দখল বাড়লে ম্যাচেও আধিপত্য বাড়ে, চেলসিরও বেড়েছে। শেষ ১৩ ম্যাচে হজম করেছে মোটে ২ গোল, অ্যাটলেটিকোর বিপক্ষে গোল হজম করেনি দুটো ম্যাচের একটিতেও।
তবে বলের দখলে থাকলেও চেলসিকে অ্যাটলেটিকোর শক্তপোক্ত রক্ষণ ভাঙতে বেশ বেগই পেতে হয়েছে। চলতি মৌসুমেই দলে আসা তিন ফরোয়ার্ড আর মিডফিল্ডারের নৈপুণ্যে অবশ্য ৩৪ মিনিটে ঠিকই এগিয়ে যায় টুখেলের দল। কাই হ্যাভার্টজের পাস থেকে বক্সে ঢোকা টিমো ভের্নার বা প্রান্ত থেকে বল ছাড়েন হেকিম জিয়েখকে। তার নিখুঁত শটই চেলসিকে নিজেদের মাঠে এগিয়ে দেয়।
বিজ্ঞাপন
ম্যাচের আগে অ্যাটলেটিকোর সামনে দুই গোলে জয়ের লক্ষ্য ছিল। গোলের পরও অবশ্য তাতে পরিবর্তন আসেনি। দুটো গোল হলে তখন প্রতিপক্ষের মাঠে বেশি গোলের সুবাদে শেষ আটে উঠে যেত কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে পুরো ম্যাচে যেভাবে ম্লান ছিলেন লুই সুয়ারেজ-জোয়াও ফেলিক্সরা, তাতে সেটা অসাধ্যই মনে হচ্ছিল লা লিগা শিরোপাপ্রত্যাশীদের জন্য।
সঙ্গে যখন ৮১ মিনিটে স্তেফান স্যাভিচের লাল কার্ডও যোগ হলো, লড়াইটা তখনই শেষ হয়ে যায় সিমিওনের দলের। যোগ করা সময়ে দুই বদলি খেলোয়াড়ের সুবাদে অ্যাটলেটিকোর কফিনে শেষ পেরেকটা ঠোকে চেলসি। প্রতি আক্রমণ থেকে উঠে আসা ক্রিশ্চিয়ান পুলিসিচের পাস থেকে গোল করেন এমারসন।
ফলে ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠে চেলসি। সেবার শেষ চারে থেমেছিল দলটি। প্রতিপক্ষ ছিল এই অ্যাটলেটিকোই, ছয় মৌসুম আগের সে লড়াইয়ের প্রতিশোধটাও নেওয়া হয়ে গেল বৈকি!
এনইউ