অবশেষে ওয়ান্ডারার্সে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ওয়ান্ডারার্সের সাথে সম্পৃক্ততা ছিল ব্যাপক। নিজে খেলেছেন, ছিলেন ওয়ান্ডারার্সের একনিষ্ঠ সমর্থক। তার জন্মদিনে সারা দেশব্যাপী অনেক আয়োজন হলেও তার ক্লাব ওয়ান্ডারার্সে ছিল নিশ্চুপ। আজ (বুধবার) সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক, শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গন প্রতিটি প্রতিষ্ঠানে ছোট-বড় আকারে জাতির জনকের জন্মদিন পালিত হয়েছে। সন্ধ্যার দিকে জন্মদিন উদযাপন প্রায় শেষ পর্যায়। ঠিক তখনই বঙ্গবন্ধুর নিজ ক্লাব ঢাকা ওয়ান্ডারার্সের কর্মকর্তারা জন্মদিন পালনের উদ্যোগ নেন।
সন্ধ্যার পর ক্লাবের গেটের সামনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ওয়ান্ডারার্স ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের কর্মকর্তা, সমর্থকসহ ১৫-২০ জন মিলে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। হঠাৎ সিদ্ধান্ত হওয়ায় শুধু কেক কাটাই হয়েছে। পেছনে কোনো ব্যানার ছিল না।
বিজ্ঞাপন
ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল ঘোষ শঙ্কর বলেন, ‘একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে আমাদের ক্লাবের সংকট চলমান। সব মিলিয়ে আমরা উভয় সংকটে রয়েছি। ক্লাব বন্ধ, তাই ছোট আকারে গেটের সামনেই বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হলো ক্লাবের পক্ষ থেকে।’
২০১৯ সালে ক্যাসিনো কাণ্ডের পর ক্লাব সিলগালা করা। কর্মকর্তারা ক্লাবের দিকে তেমন যান না। আজ মূলত ওয়ান্ডারার্সের পক্ষ থেকে জন্মদিন উদযাপনের পরিকল্পনা ছিল না। ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে বঙ্গবন্ধু ও ওয়ান্ডারার্সের সম্পর্ক নিয়ে প্রতিবেদনের পর শেষ মুহূর্তে ক্লাবটির বর্তমান উর্ধ্বতন কর্তারা এই উদ্যোগ নেন।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ