আগামী ২৩ মার্চ নেপালে শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। যার প্রথম দিনেই খেলতে নামবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে অংশ নিতে ভারতের আই লিগ থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী।

বিমানবন্দরে সাইফ স্পোর্টিং তাকে রিসিভ করে। এখন সাইফের তত্ত্বাবধানে আছেন সাইফ ও বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলবেন জামাল। 

আগামী ২২ তারিখ ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে নেপালের উদ্দেশে রওনা হবেন জামাল। গত বছর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের পর কলকাতা মোহামেডানের হয়ে খেলতে ভারতে যান বাংলাদেশ অধিনায়ক।

আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে ১২ ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচেই খেলেছেন তিনি। একটি ম্যাচ ইনজুরির জন্য বাইরে ছিলেন। যার মধ্যে শেষ ম্যাচে জামালকে অধিনায়কত্বের দায়িত্বও দেয় কলকাতা মোহামেডান। 

ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এরইমধ্যে পা রেখেছে কাঠমান্ডুতে। বাংলাদেশ দল কাঠমান্ডু শহরের অন্যতম বড় হোটেল সলটেতে অবস্থান করছে। 

বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ২৩ মার্চ কিরগিজস্তান অ-২৩ দলের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল পৌনে ছয়টায় দশরথ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ দলের অধিনাযক জামাল ভূঁইয়ার ২২ মার্চ কাঠমান্ডু পৌঁছানোর কথা। 

এমএইচ/এটি