সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ ড্র দিয়ে শেষ করল স্বাগতিক বাংলাদেশ। আজ কমলাপুর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ এই টুর্নামেন্ট শেষ করল। 

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় টুর্নামেন্টের শেষ ম্যাচে রাশিয়া ও ভারত মুখোমুখি হবে। রাশিয়া ড্র করলেই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে। দক্ষিণ এশিয়ার দেশ ভারত রাশিয়াকে হারাতে পারলে হেড টু হেডে ভারত শিরোপা জিতবে। রাশিয়া পয়েন্ট পেলে বাংলাদেশ সাত পয়েন্ট নিয়ে পাঁচ দলের টুর্নামেন্টে দ্বিতীয় স্থান থেকে টুর্নামেন্ট শেষ করবে। 

আজ কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের শুরুতে নেপাল লিড নেয়। প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে সাগরিকার গোলে বাংলাদেশ সমতা আনে। বাংলাদেশ এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত। তবে এক্ষেত্রে খানিকটা দুভার্গ্যরে শিকার। পাচ মিনিট ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। নেপালী গোলরক্ষক বক্সের সামনে এসে বল গ্রিপে নিতে পারেননি। বাংলাদেশি ফরোয়ার্ড হেড করলেও ক্রসবারের ওপরের অংশ লেগে বাইরে দিয়ে যায়। 

কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ দল ড্র করেছে। অন্যদিকে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে পিছিয়ে রয়েছে। প্রথমার্ধে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। ৬৩ মিনিটে বাংলাদেশ পিছিয়ে পড়ে। ডিফেন্ডার সাদ উদ্দিন বক্সের মধ্যে উড়ন্ত বল পা অনেক ওপরে তুলে দখল নেওয়ার চেষ্টা করেন। ভুটানি রেফারি ফাউলের বাঁশি বাজান। সিশেলসের মিশেল পেনাল্টি থেকে আনিসুর রহমানকে পরাস্ত করেন।

আগের ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে সিশেলসকে হারিয়েছিল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে।

এজেড/এফআই