একই মৌসুমে ক্লাব কাপ ও লিগ জেতার রেকর্ড আবাহনী কিংবা মোহামেডানের নেই। ২০২১ সালে সেই অনন্য রেকর্ড করেছিল ঢাকা মেরিনার ইয়াংস। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক ফেডারেশন, ক্লাবের ৫০ বছর পূর্তি হয়েছে। কোনো ফেডারেশন বা ক্রীড়া সংস্থাকে এই বিশেষ ক্ষণকে উদযাপন করতে দেখা যায়নি। একমাত্র মেরিনার্সই ক্লাবের ৫০ বছর বেশ সুন্দরভাবে উদযাপন করেছে। 

ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী এই ক্লাবটির নতুন কমিটি আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। অর্ন্তবর্তীকালীন কমিটির কর্মকর্তা আলমগীর আজ এক সভায় নতুন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক গাজী গোলাম মর্তুজা।

দায়িত্ব হস্তান্তর ও প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় মেরিনার্সকে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনে সাফল্য অর্জনের ব্যাপারে আলোচনা হয়। মেরিনার্স হকি নির্ভর ক্লাব হলেও হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসেও রয়েছে সরব পদচারণা।

দায়িত্ব হস্তান্তর ও সভা শেষে এশিয়ান হকি ফেডারেশনে বাংলাদেশের তিন প্রতিনিধিকে সম্মাননা জানানো হয়। মেরিনার ইয়াংসের হকি কমিটির সাবেক চেয়ারম্যান মমিনুল হক সাঈদ এশিয়ান হকি ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং উষা ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার তৃতীয় বারের মতো এশিয়ান হকি ফেডারেশনের সদস্য ও সাবেক খেলোয়াড় এবং ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এএ আদেল মেরিনার্স ক্লাব থেকে সম্মাননা গ্রহণ করেন। 

সম্মাননা পর্ব শেষে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে ক্লাবের সাবেক সভাপতি গাজী গোলাম দস্তগীরের সুস্থতা কামনার পাশাপাশি প্রয়াতদের জন্য দোয়া কামনা হয়। 

এজেড/এফআই